আফাজ জনিঃ আল্লাহর নৈকট্য লাভের আশায় এবং বার্সেলোনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সৌহার্দ্য স্মৃষ্টির লক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্পেনের ওসমানীনগর বালাগঞ্জ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১৪ই মে) বার্সেলোনার দারুল আমাল জামে মসজিদে অনুষ্ঠিত হওয়া ইফতার মাহফিলে প্রবাসী ওসমানীনগর বালাগঞ্জবাসী ছাড়াও বার্সেলোনায় বসবাসরত সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ছাড়াও মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি শফিউল আলম শফি এবং সাধারণ সম্পাদক খালেদ চৌধুরী।
মাওলানা সুলতান মাহমুদ এবং মাওলানা আজমল ইসলাম সেলিম ইফতার পূর্ববর্তী বিভিন্ন ইসলামিক বয়ান পেষ করেন।

এ সময় ইফতার আয়োজক সংগঠনের সভাপতি শফিউল আলম শফি আগত প্রত্যেক দাওয়াতি এবং মুসল্লীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওসমানীনগর বালাগঞ্জ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন পক্ষ থেকে।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: