লোকমান হোসেনঃ স্পেনের বার্সেলোনায় মাদারিপুর জেলা সমিতির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
 গত ১৪ মে মঙ্গলবার শহরের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সংগঠনের সদস্যবৃন্দসহ বার্সেলোনার কমিউনিটির অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  সংগঠনের সভাপতি শামীম হাওলাদার ও সাধারণ সম্পাদক
এনায়েত ঢালীর সার্বিক তত্ত্বাবধানে এবং সদস্যদের সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালিত হয়।
 ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।  আলোচনা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।  পরে রোজাদারদের জন্য দেশীয় ইফতারি পরিবেশন করা হয়।  ইফতার অনুষ্ঠানের পরে মাদারিপুর জেলা সমিতির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক দাওয়াতে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: