আফাজ জনিঃ পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও “দাওয়াতুল
হক” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে স্পেনের বার্সেলোনায় মজলিসু
দাওয়াতুল হক।
রবিবার (১২ই মে) বার্সেলোনার শাহ জালাল জামে মসজিদে ইফতারপূর্ব
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা শিব্বির আহমদ। ইংল্যান্ড থেকে আগত প্রধান অতিথি
আলহুদা মসজিদের চেয়ারম্যান ও খতিব এবং দাওয়াতুল হকের প্রধান উপদেষ্ঠা অধ্যাপক
মাওলানা আব্দুল কাদির সালেহ উপস্থিত ছিলেন।
মুহাম্মাদ বদরুল হকের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য প্রদান করেন লন্ডনের বাকিং এন্ড ডেগেনহাম কাউন্সিলের কাউন্সিলর আলহাজ্জ্ব
এম সদরুজ্জামান খান, চেন্সারি সলিসিটরের প্রিন্সিপাল ব্যারিষ্টার মোহাম্মদ ইকবাল
হোসাইন এবং শাহ জালাল জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসাইন।
ইসলামের বিভিন্ন উল্লেখযোগ্য দিক আলোচনার পাশাপাশি বক্তারা
“দাওয়াতুল হক” ম্যাগাজিনে স্থান পাওয়া ইসলামী বিভিন্ন শিক্ষণীয় প্রবন্ধ পাঠের আহবান
জানান।
এ সময় স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ছাড়াও বার্সেলোনার
স্থানীয় সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Post A Comment:
0 comments: