লায়েবুরঃ ‘বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটি’ বার্সেলোনা শাখা গঠন করা হয়েছে। গত  ২৯ জানুয়ারি বার্সেলোনায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কানিজ রাহনুমা রব্বানী ভাষার উপস্থিতিতে কমিটি  গঠন করা হয়। বার্সেলোনায় সংগঠনটির দায়িত্ব পেয়েছেন সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনকি সম্পাদক ও কোষাধ্যক্ষ যথাক্রমে সোবহান মিয়া, সালেহ আহমদ সোহাগ,  হোসেন সৈয়দ জুয়েল ও এম লায়েবুর রহমান।




স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত কমিটি গঠন আলোচনায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ কুলতুরাল অ্যাসোসিয়েশন এন কাতালোনিয়ার সভাপতি মনোয়ার পাশা। স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য মো: ছালাহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে উপস্থিতিদের অংশগ্রহণে ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে সোবহান মিয়া, সাধারন সম্পাদক ছালেহ আহমদ সোহাগ, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ ও কোষাধ্যক্ষ এম লায়েবুর রহমান নির্বাচিত হোন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খন্দকার মোদাচ্ছির বিন আলী, বার্সেলোনা বাংলা স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন হক, কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইন বার্সেলোনার আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, ঢাকা জেলা সমিতির উপদেষ্টা জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান সোহেল, কমিউনিটি নেতা নজরুল ইসলাম আবির, আব্দুস সালাম, নজরুল ইসলাম, আলতাফ হোসেন, মহিলা সংগঠনের খাদিজা আক্তার, ভয়েজ অব বার্সেলোনার সভাপতি ফয়সল আহমদ প্রমূখ।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: