লায়েবুর খানঃ "ইন্টেলিজেন্ট কানেক্টিভিটি" প্রতিপাদ্য নিয়ে এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৯ আয়োজন করেছে মোবাইল টেলিযোগাযোগ শিল্পের বৈশ্বিক সংগঠন জিএসএমএ। ২০০৬ থেকে টানা ২০১৯ পর্যন্ত এ মেলা আউওজন করছে জিএসএমএ। 



এবারে আয়োজক সংগঠন "ব্রিজ" নামের একটি সেবা চালু করেছে, যে পদ্ধতির মাধ্যমে কোন রকম ব্যাজ পদর্শন ছাড়াই আই কন্টাক্টের মাধ্যমে দর্শনার্থী মেলায় প্রবেশ করতে পারবে। অবশ্য এ এক্টিভ করতে হলে রেজিশট্রেশনের সময় করে নেয়া ভাল, না হলে পরবর্তিতেও করা যেতে পারে।

ফিরা গ্রানভিয়াতে মেলা ২৫শে ফেব্রুয়ারী শুরু হয়ে চলবে ২৮শে ফেব্রুয়ারী পর্যন্ত।বিশ্বের বড় বড় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এই সম্মেলনে অংশ নিচ্ছে। বার্সেলোনা শহরের ফিরা গ্রান ভিয়া ও ফিরা মনজুয়িকে সম্মেলনের জন্য ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিভিন্ন দেশের  নামি দামী ২৪শ মোবাইল  প্রতিষ্ঠানগুলোর জন্য পৃথক প্যাভিলিয়ন ও কংগ্রেসের অন্যান্য ইভেন্টে পরিচালনার স্থান নির্ধারিত থাকবে। বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ১০৭০০০ এক্সপার্ট থাকবেন যারা পরিদর্শকদের সার্বক্ষনিক তথ্যসেবা প্রদান করবেন।



Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: