স্পেন অফিসঃ আল্লামা হাবিবুর
রাহমান (রাঃ) এর স্মরণে স্মরণ সভা ও
দু’আ মাহফিলের আয়োজন করেছে আল হাবিব ফাউন্ডেশন
স্পেন। গত শনিবার (১৫.১২.২০১৮) বার্সেলোনার কাইয়ে কারমেনের মারক্কিস হলে অনুষ্ঠিত
হয় এ সভা। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রয়াত আমীর, জামেয়া
মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রাহমান (রাঃ) এর স্মরণে সভার সভাপতিত্ব
করেন আল হাবিব ফাউন্ডেশন স্পেনের আহবায়ক হাফিজ মাওলানা আব্দুল কাদির আল মাহদি। খেলাফত মজলিস স্পেনের সাধারণ সম্পাদক মাওলানা আজমুল ইসলাম সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম
জামেয়া ইসলামিয়ার শায়খুল হাদিস মাওলানা রেজাউল হক।
এ সময়
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন লন্ডন মাদ্রাসাতুন নুরের প্রিন্সিপাল
খতিব মাওলানা তাজুল ইসলাম, সিরাতে মুস্তাক্বীমের
উপদেষ্টা মাওলানা মুতিউর রাহমান, ফুলতলি জামে মসজিদ খতিব মুফতি আব্দুল জলিল, সিরাতে
মুস্তাকীমে স্পেনর সভাপতি মাওলানা আব্দুল আহাদ, শাহজালাল জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা
ইসমাইল আহমদ, কমিউনিটি ব্যাক্তিত্ব মুজিবুর রাহমান তুতা, ব্যবসায়ী আমিন আলী রফিক, সিরাতে
মুস্তাকীমের শুরা সদস্য মাওলানা ইলিয়াছ আহমদ, খেলাফত মজলিস স্পেনের উপদেষ্টা এইচ
এম রায়হান আহমদ, ইসলামিক ফোরামের সেক্রেটারী মাসুম আহমদ, জকিগঞ্জ সমাজ কল্যান সোসাইটি
বার্সেলোনার সভাপতি সাদ উদ্দিন, বাংলাদেশ খেলাফত
মজলিসের সহ সভাপতি মাওলানা আব্দুল মালিক, সিরাতে মুস্তাকীমের সদস্য হাফিজ মাওলানা মাসউদ
আহমদ, দারুল কোরআন মসজিদের ট্রাস্টি মাসরুর
আহমদ, ফাউন্ডেশনের স্পেনের সদস্য সচিব মাওলানা মামুন আহমদ, ব্যবসায়ী
ব্যাক্তি আব্দুল হালিম সহ উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক এম লায়েবুর রহমান।
অন্যানের
মধ্যে উপস্থিত ছিলেন দারুল কোরআন মাসজিদের ট্রাস্টি রাশেদ আহমদ, শাহজালাল মসজিদ
পরিচালনা কমিটির সদস্য এলাইছ মিয়া, বিশ্ব স্বজন ফাউন্ডেশনের প্রতিনিধি মারুফ আহমদ, নুমান আহমদ, নাহিদ আহমদ, আব্দুল্লাহ
মিয়া, ইমাম উদ্দিন প্রমূখ।
প্রিন্সিপাল হাবিবুর রাহমান (রাঃ) সিলেট সহ সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের অগ্রদূত
উল্লেখ করে বক্তারা বলেন, তিনি সর্বক্ষেত্রে অনুসরণযোগ্য প্রতিভার দৃষ্টান্ত স্থাপনকারী
ব্যক্তি ছিলেন।
শেষাংশে
মাওলানা
রেজাউল হকের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের
সমাপ্তি হয়।
Post A Comment:
0 comments: