জনপ্রিয় ডেক্সঃ দ্বীনের প্রতি
মানুষকে আরোও বেশী আকৃষ্ট করতে বর্তমান প্রেক্ষাপটে মহানবী (সাঃ) জীবনাদর্শ শানে
রিসালত সম্মেলনের আয়োজন করেছে সিরাতে মুস্তাক্বীম বার্সেলোনা, স্পেন।
আগামী ১৬ এবং ১৭ই ডিসেম্বর বার্সেলোনার
এ সম্মেলনে আয়োজক কমিটি লিফলেট দাওয়াত পত্র, লিফলেট সহ বিভিন্ন মসজিদে দাওয়াত পৌঁছে
দিয়ে সকলের আন্তরিক উপস্থিতি কামনা করেছেন।
১৬ই ডিসেম্বর রবিবার বাদ আসর থেকে
রাত ৯টা পর্যন্ত ১ম পর্ব অনুষ্ঠিত হবে বার্সেলোনার মিনহাজুল কোরআন জামে মসজিদে
(পাকিস্থানী মসজিদ)।
এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত
থাকবেন ইসলামী চিন্তাবিদ, জীবন জিজ্ঞাসা উইথ এনটিভির আলোচক, টিভি ওয়ান ইউকের
ডিরেক্টর শায়খ মাওলানা মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বার্মিংহাম জামেয়া
ইসলামিয়ার প্রিন্সিপাল শায়খুল হাদিস মাওলানা রেজাউল হক এবং লন্ডনের মাদ্রাসাতুননুর
আল ইসলামিয়ার প্রিন্সিপাল খতিব মাওলানা তাজুল ইসলাম।
১৭ই ডিসেম্বর সোমবার দুপুর ৩টা
থেকে ৪.৩০ পর্যন্ত ২য় পর্ব অনুষ্ঠিত হবে মহিলাদের জন্য বার্সেলোনার শাহ জালাল জামে
মসজিদে। এ পর্বে আলোচক হিসেবে উপস্থিত
থাকবেন ইসলামী চিন্তাবিদ, জীবন জিজ্ঞাসা উইথ এনটিভির আলোচক, টিভি ওয়ান ইউকের
ডিরেক্টর শায়খ মাওলানা মাহমুদুল হাসান।
Post A Comment:
0 comments: