সাইফুল আমিন,মাদ্রিদ : স্পেনের রাজধানী রাজকন্যার শহর
বলে খ্যাত মাদ্রিদে বাংলাদেশীদের বসবাস প্রায় দুইযুগেরও বেশি সময় ধরে,সম্মান ও মর্যাদার
মধ্যে দিয়েই বসবাস করে আসছিলেন প্রবাসী বাংলাদেশীরা, ব্যবসা বানিজ্য ও কর্ম করে অনেকেই
সফলতা অর্জন করেছেন,একে অন্যের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ রেখে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলেছেন,বাংলা
স্কুল,মসজিদ,এবং মাদ্রাসা, মাদ্রিদে বাংলাদেশীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন
সাধারণ প্রবাসীদের কে নানাবিধ সেবা দিয়ে যাচ্ছে, অপরদিকে সামাজিক সংগঠনের নামে প্রায়
প্রত্যেকটি বিভাগ এবং নিজস্ব জেলার প্রবাসীদের কে নিয়ে গড়ে উঠেছে বিভাগীয় এবং জেলা
ভিত্তিক সংগঠন।
বিগত দিনগুলিতে এইসব সংগঠনগুলি প্রবাসীদের সেবায় কাজ করলেও,বর্তমানে
দেখা যায়,পদ পদবীর মোহে দ্বিধা দ্বন্দ্বে বিভক্ত হয়ে পরেছেন প্রবাসী বাংলাদেশীরা,পদবঞ্চিত
হলেই গুটিকয়েক মিলে গড়ে তুলেছেন একই নামে আরেকটি জেলা সংগঠন,প্রায় সবকটি জেলাতেই রয়েছে
একের অধিক কমিটি,কোন কোন জেলায় আবার তিনটি ও দেখা যায়, এরই রেষ ধরে প্রবাসী বাংলাদেশীরা
সম্পৃক্ত হচ্ছেন নানাবিধ অপরাধে,কেউ কেউ প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যে করে যাচ্ছেন
মিথ্যে মামলা,এতে বিশেষ করে স্পেনিশ প্রশাসনে সুনাম নস্ট হচ্ছে বাংলাদেশীদের ,এবং সমস্যার
সম্মুখীন হচ্ছেন সাধারণ প্রবাসীরা,অপরদিকে লাভবান হচ্ছেন কিছু দুষ্কৃতিকারী নেতারা,
শুধু সামাজিক সংগঠন গুলোই নয়,রাজনৈতিক দলগুলোর ও একই অবস্থা, স্পেন আওয়ামীলীগ বর্তমানে
চার গ্রুপে বিভক্ত,প্রত্যেক গ্রপের আছে নিজস্ব কমিঠি,অপরদিকে স্পেন বিএনপি দীর্ঘ দিন
দু গ্রুপে বিভক্ত থাকার পর কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় গ্রুপিং নিরসন হয়, মাদ্রিদের
সিনিয়র নেত্রীবৃনদরা মনে করেন, এমন ভাবে চলতে থাকলে,আমাদের আগামী প্রজন্ম ভয়ানক বিপদের
সম্মুখীন হবে,তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সব সংগঠন এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
Home
প্রবাসী জীবন
স্পেনের মাদ্রিদে সামাজিক সংগঠনের নামে, দ্বিধা দ্বন্দ্বে বিভক্ত প্রবাসী বাংলাদেশীরা
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments: