আফাজ জনিঃ মাদারীপুরের প্রায় দেড় লক্ষ প্রবাসীদের একই পরিবারভুক্ত করে মাদারীপুরের বিভিন্নভাবে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয়ে প্রবাসী ভি.আই.পি ক্লাব মাদারীপুরের জন্ম। বিশ্বের প্রায় বিশটি দেশে বসবাসরত পঞ্চাশাধিক সদস্য বর্তমানে এ সঙ্গঠনকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে চলেছেন। সাঙ্গঠনিক যাত্রাকে আরো মসৃণ করতে স্পেনের বার্সেলোনায় বসবাসরত সদস্যরা আয়োজন করে আলোচনা সভার। বৃহঃবার (২২.১১.২০১৮) আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন মোঃ নুরুল ইসলাম এবং পরিচালনা করেন তৌফিকুজ্জামান সহজ।


সভায় প্রবাসী ভি.আই.পি ক্লাব মাদারীপুরের প্রধান সমন্নয়কারী শফিক খানের বর্ণনায় উঠে আসে তাঁদের বিগত দিনের কর্মকান্ড এবং ভবিষৎ কর্মপরিকল্পনার কথা।
এ সময় উপস্থিতির মধ্যে বক্তব্য রাখেন তানবির হাসান (কচি), আতাউর রহমান শাহিন, মোঃ হান্নান (ফকির), মোঃ শফিকুল ইসলাম, মোঃ নাজমুল ইসলাম (সোভন), মোঃমাসুদ রানা, মোঃ বাদল হাওলাদার, মোঃ ফারুক বয়াতী, সোহাগ মুন্সি, শামীম খান, ফরাজী সোহেল, ফয়সাল আহমেদ, মোঃ রুমি, শিপলু হাওলাদার, বাবুল সরদার প্রমূখ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেস ক্লাবের প্রথম সদস্য মিরন নাজমুল, প্রচার সম্পাদক লায়েবুর রহমান, সদস্য মোঃ ছালাহ উদ্দিন, সদস্য জাফার হোসাইন, কমিউনিটি নেতা আবু তালেব আল মামুন।
অনুষ্ঠিত সভায় সদস্যরা সর্বসম্মতিতে আগামী ৩রা ডিসেম্বর প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে মাদারীপুরের প্রতিবন্ধী স্কুলে হুইল চেয়ার বিতরণ, পুরো ইউরোপ জুড়ে প্রতিটি দেশে কার্যকরী কমিটি গঠন এবং অতি শীগ্রই স্পেনে কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করেন।

Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: