জাহাঙ্গীর আলম, ফ্রান্স : ফ্রান্সে পার্লামেন্টের চলতি অধিবেশনে বেশ
কয়েকটি নতুন আইন নিয়ে প্রতিদিনই তর্ক বির্তক চলছে ।
এর মধ্যে একটা আইন নিয়ে গত
শুক্রবার বেশ বির্তক জমে উঠে,তা হলো ফ্রান্সের চিকিৎসা বিষয়ক সংশোধনী আইন বা এমেন্ডমেন্ট । নতুন আইনে কোনো ফার্মাসিস্ট / ঔষধের দোকানদার
ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি করতে পারবে না। আর যদি প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রি করে তাহলে
তার শাস্তির বিধান পূর্বের চেয়ে আরো কঠিন করা হচ্ছে । এছাড়া ফ্রান্সের ডাক্তারদের জন্যও আইন সংশোধন
করা হচ্ছে । নতুন এই আইনে কোনো রোগী যদি যথা সময়ে চিকিৎসা না পায় বা দেরী করা
হয়, সেক্ষেত্রে ডাক্তারদের জন্য শাস্তির বিধান রাখার সম্ভবনা রয়েছে । সংসদে এমপি Delphine Bagarry (LREM) বলেন - একজনের
মূত্রনালীতে সমস্যা আর ডাক্তার তার চিকিৎসার সিরিয়াল দেন ৩/৪ দিন পর, এটা হতে পারে
না । তাই এই নতুন এমেন্ডমেন্টে এইসবের স্পস্ট নির্দেশনা থাকা প্রয়োজন । ফ্রান্স
পার্লামেন্টে এই আইন নিয়া আলোচনা হলেও আইনটি
২০১৯ সালের জানুয়ারী মাসে পাশ হওয়ার সম্ভবনা রয়েছে ।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments: