লায়েবুর
খাঁন : ষষ্ঠী
তিথিতে দেবীর আরাধনার মধ্য দিয়ে স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে সনাতন
ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয়া দুর্গাপূজা।
বার্সেলোনায়
বসবাসরত সনাতন ধর্মাবল্বীদের প্রধান সংগঠন এসোসিয়েশন পুজা দ্যা ফেস্তা কুলতোরাল বাঙ্গালী উদ্যোগে এবার অস্থায়ী পূজামণ্ডপে
পূজার আয়োজন করা হয়। মণ্ডপগুলোতে প্রতিদিন ছিল সববয়সী মানুষের উপচে পড়া ভিড়। এ সময়
দেবী দুর্গার কাছে ভক্তরা নিজেদের উন্নতি ও সমৃদ্ধির পাশাপাশি দেশের মঙ্গল কামনা
করেন। বিভিন্ন রাজনৈতিক, আঞ্চলিক, সামাজিক সংগঠনের নেতারা মণ্ডপগুলো পরিদর্শন করেন।
এই উপলক্ষে মাতৃমন্দির পূজা কমিটির পক্ষে দেশ ও ধর্ম-বর্ণ
নির্বিশেষে সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করে বক্তব্য রাখেন সংগঠনের
সভাপতি শিব্রত পাল,সাধারন সম্পাদক শিমুল চৌধুরী,সুভল শাহা,রাধা দেব নাথ,বিন্দু
দেব,সজিব,রাজিব,সংকর শাহা,দিলিপ দন্ত,নয়ন প্রবু,বিমুল দেবনাথ, ভৌমিক প্রমুখ ।
বক্তারা বলেন দুর্গা পূজা একটি অসাম্প্রদায়িক উৎসব আর সকল
প্রকার অমঙ্গল থেকে দেশ ও দেশের মানুষ ও পৃথিবীকে রক্ষা করতেই দুর্গা মায়ের আগমন ।
Post A Comment:
0 comments: