প্রেস
বিজ্ঞপ্তি : স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায়
বসবাসরত বিশ্বনাথ বাসীর ঐক্যের সংগঠন বিশ্বনাথ আইডিয়াল আসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।নব গঠিত বিশ্বনাথ আইডিয়াল
আসোসিয়েশনের এ অনুষ্ঠানকে ঘিরে প্রবাসী বিশ্বনাথবাসীদের মধ্যে চলছে ব্যাপক
প্রস্তুতি।
আগামী ১৪
অক্টোবর রবিবার রাত ৮টা ৩০ মিনিটে বাঙালী অধ্যুষিত বার্সেলোনার ২৬ নম্বর মার্কুইস
দে বারবেরা হলে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত এ
পরিচিতি ও অভিষেক।
পর্যটন নগরী
বার্সেলোনাসহ আস পাশের শহর
গুলোতে বসবাসরত বিশ্বনাথ প্রবাসী ছাড়া ও কমিউনিটি
শীর্ষ ব্যক্তিত্বরা উপস্তিত থাকবেন।
এ
অনুষ্ঠান সফল করতে সকল প্রবাসী বাংলাদেশিদের
উপস্তিতি ও সহযোগিতা কামনা করেছেন বিশ্বনাথ আইডিয়াল আসোসিয়েশনের
সভাপতি এইচ এম রায়হান আহমেদ ও সাধারন সম্পাদক নাসির উদ্দিন ।
Post A Comment:
0 comments: