লায়েবুর খাঁন : স্পেনের বার্সেলোনায় বাংলাদেশি কমিউনিটির সম্মানে নৈশভোজ ও ঐক্যবদ্ধ কমিউনিটি বিনির্মান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিয়ানীবাজার জনকল্যাণ অ্যাসোসিয়েশন

স্থানীয় সময় রবিবার (৩০ সেপ্টেম্বর) বার্সেলোনার বাঙালি অধ্যুষিত এলাকা রাভালের একটি রেস্তোরাঁয় এ নৈশভোজ ও আলোচনাসভার আয়োজন করা হয়।

বিয়ানীবাজার জনকল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি সভাপতি লুৎফুর রহমান সুমনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম লায়েকের তত্ত্বাবধানে এ নৈশভোজ ও আলোচনা সভায় বার্সেলোনার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে বসবাস করে নিজেদের উন্নয়নের পাশাপাশি মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নেও ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার জনকল্যাণ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লোকমান হোসেন,  বাংলাদেশ কোলতোরাল এসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল বাসিত কয়সর, সহ সভাপতি মোক্তার আহমেদ, কমিউনিটি নেতা ইকবাল আহমেদ জুনায়েদ, 

সুনামগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি মনোয়ার পাশা, জালালাবাদ অ্যাসোসিয়েশনের আহবায়ক কামরুল ইসলাম, ঢাকা জেলা সমিতির উপদেষ্টা জাহাঙ্গীর আলম, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি শিপলূ আহমেদ নিয়াজী, সদস্য আব্দুল কাদির, আব্দুল আহাদ, লতিফিয়া আইডিয়াল জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন, ঢাকা জেলা  সমিতির সভাপতি  শাহ আলম স্বাধীন,
সাধারণ  আনোয়ার হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সুহেল, বন্ধু সুলভ মহিলা সমিতির সভাপতি শিউলি আক্তার, কিংস ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক ময়েজ আহমদ, সাধারণ সম্পাদক জুবেদ আহমদ, তারুন্যের সংগঠন ভয়েস অব বার্সেলোনার সভাপতি ফয়সল আহমদ, সিনিয়র সহ সভাপতি সৈয়দ জুয়েল,
সাধারণ সম্পাদক এ আর লিটু, শাহ জালাল জামে মসজিদের ইমাম মওলানা ইসমাইল হোসেন, ইমাম রকিবুল হোসেন বিয়ানী বাজার জনকল্যান এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে উপস্হিত ছিলেন, সালা উদ্দিন, ইসলাম উদ্দিন,করিম উদ্দিন,সামছুর রহমান,ফয়ছল আহমেদ, শিব্বির আহমেদ, শাহ আব্দুল কাদির, খালেদুর রহমান, মাহফুজুর রহমান (স্বপন), জনি আহমেদ, আলী হোসেন, সুহেদ মিয়া  প্রমূখ।


Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: