লায়েবুর রহমানঃ বিগত
বছরগুলোর ন্যায় স্পেনের বার্সেলোনার মাদারীপুর জেলা সমিতি ইফতার ও দোয়া মাহফিলের
আয়োজন করে। ২রা জুন, শনিবার স্থানীয় কাইয়ে পালমা’র মাদানি মসজিদে মুসল্লীদের জন্য
এ ইফতারের আয়োজন করা হয়।
মাদারীপুর জেলা সমিতি
বার্সেলোনার সভাপতি শামীম হাওলাদার, সাধারণ সম্পাদক এনায়েত ঢালী ছাড়াও উপস্থিত
ছিলেন নুরুল ইসলাম, শফিক খান, আতাউর রহমান, আবুল কালাম আজাদ, সহজ মোল্লা, ফয়সল
আহমেদ, সোহাগ মুন্সি, রানা খান, ফারুক বয়াতি প্রমূখ।
কমিউনিটি ব্যাক্তিবর্গের
মধ্যে মাহারুল ইসলাম মিন্টু, মনোয়ার পাশা, আওয়াল ইসলাম, আনোয়ার হোসেন চৌধুরী, মুকিত খান, আবুল কালাম, একলাস মিয়া, শাহাব
রহমান, শামীম বেপারী, মিরণ নাজমুল, আফাজ জনি ছাড়াও অন্যান্য দেশের ধর্মপ্রান
মুসল্লীরা উপস্থিত ছিলেন।
বিশ্ব মুসলিম উম্মার শান্তি
কামনায় ইফতার পুর্বে এক বিশেষ মোনাযাত করা হয়।
Post A Comment:
0 comments: