ডেক্স রিপোর্টঃ বার্সেলোনা বিয়ানীবাজার বাসীর আয়োজনে প্রবাসী বাংলাদেশীদের সৌজন্যে আয়োজন করে ইফতার ও দোয়া মাহফিল। ২৫শে রমজানরবিবার শাহ জালাল জামে মসজিদে অনুষ্ঠিত হয় এ মাহফিল।


আয়োজকরা জানানমূলত বিয়ানীবাজার বাসীর মধ্যে ঐক্য আরোও সুদৃঢ় করতে এ আয়োজন।
ইফতার ও দোয়া মাহফিলে বিয়ানীবাজার প্রবাসী আব্দুল বাসিত কয়সরলুৎফুর রহমান সুমনকরিম উদ্দিনসোলায়মান বাসিতআব্দুল আলীমখালেদুর রহমানগিয়াস উদ্দিনমোহাম্মদ কামালতাজুল ইসলামমোরশেদ আলমশরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় কমিউনিটি ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদআব্দুল হাকিমজাহাঙ্গীর আলমসাব্বির আহমদ দুলাল, শাহ আলম স্বাধীনইকবাল আহমদ জুনাইদমুকিত খানমাসুম আহমেদমনিরুজ্জামান সুহেলসামসুল ইসলামওয়াজিজুর রহমান মুজিবআবুল কালামশিপলু আহমেদ নিয়াজিকাওসার হাসান, ফয়জুর রহমান  প্রমুখ।
শাহ জালাল জামে মসজিদের ইমাম মোওলানা ইসমাইল হোসেন ইফতার পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত এবং বিশ্বের সকল মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করেন।


Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: