স্পেন অফিসঃ স্পেনের খেলাফত
মজলিস বার্সেলোনা আয়োজন করে ইফতার মাহফিল ও আলোচনা সভা। বার্সেলোনার স্থানীয় হলে
খেলাফত মজলিস বার্সেলোনা শাখার সভাপতি শিব্বির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ
মাহফিল।
২৭মে, রবিবার সংগঠনের
সাধারণ সম্পাদক মাওলানা বদরুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেন ইউরোপ এবং স্থানীয়
অতিথিবৃন্দ।
মাওলানা এম আব্দুল গফুর
ইমরানের কামামে পাক তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আলোচোনা সভা। এ সময় প্রধান অতিথি
খেলাফত মজলিস পর্তুগাল শাখার সহ-সভাপতি প্রফেসর নজরুল ইসলাম, বিশেষ অতিথি খেলাফত
মজলিস ফ্রান্স শাখার বায়তুল মাল সম্পাদক মাওলানা খলিলুর রহমান, লুটন শাখার বায়তুল
মাল সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন আজাদ, বার্সেলোনা শাখার সহ-সভাপতি একলাস মিয়া,
জাতীয়তাবাদী দল বিএনপি কাতালোনিয়ার সভাপতি শফিউল আলম শফি, বাংলাদেশ খেলাফত মজলিস
নেতা মাওলানা আব্দুল কাদির, খেলাফত মজলিসের সূধী ও ব্যবসায়ী ওহিদুল ইসলাম হালিম, খেলাফত
মজলিস বার্সেলোনা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মজিদ আলোচনায় অংশগ্রহন
করেন।
খেলাফত মজলিস বার্সেলোনা
শাখার সহ-সভাপতি মাওলানা হাফিজ মাশুদুর রহমানের বিশেষ মোনাজাতের মাধ্যমে ইফতার পূর্ববর্তী
এ আলোচনা সভা সমাপ্ত করা হয়।
Post A Comment:
0 comments: