লায়েবুর রহমানঃ রমজান মাস মুসলমানদের শুধু সংযমের মাস নয় এ মাসে মানুষের নৈতিকতা উন্নত হয় মহান আল্লাহ মানুষের মনকে সকল কু-চিন্তা থেকে দূরে রাখার জন্য এবং রমজান মাস বান্দার জন্য নাজাতের উসিলা হিসাবে দান করেছেন। কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইন কাতালোনিয়ার ইফতার ও দোয়া মাহফিলে আগত বক্তারা এ কথা বলেন। 



বার্সেলোনার স্থানীয় আদিল রেস্টুরেন্টে ২৭মে, রবিবার কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজন করে ইফতার ও দোয়া মাহফিলের। সংগঠনের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক কাওসার হাসানের সঞ্চালনার কমিউনিনিটি ব্যক্তিবর্গের মধ্যে উপস্হিত ছিলেন মাহারুল ইসলাম মিন্টু, আব্দুল বাসিত কয়সর, আউয়াল ইসলাম, শফিউল আলম শফি, মনোয়ার পাশা, শাহ আলম স্বাধীন, নুরুল ইসলাম, লুৎফুর রহমান সুমন, ওয়াজিজুর রহমান মুজিব, আনোয়ার চৌধুরী, কাজী আমির হোসেন আমু, শফিক খান, মনিরুজ্জামান সুহেল, শাহাব রহমান, শফিকুর রহমান, মুকিত খান, মহিবুল হাসান খান কয়েশ, সহজ মোল্লা, মোঃ সালাহ উদ্দিন, ইকবাল আহমেদ জোনাইদ,  ইলিয়াস মিয়া, আব্দুল জব্বার, আনা মিয়া, জুয়েল আহমেদ সহ স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য মিরন নাজমুল এবং প্রচার সম্পাদক এম লায়েবুর রহমান প্রমূখ।


সংঠনের পক্ষ্যে এ আর লিটু এবং শিপলু আহমেদ নিয়াজী’র  শুভেচ্ছা বক্তব্য প্রধানের পর অতিথিবৃন্দ প্রদান করেন এবং বার্সেলোনা শাহ জালাল জামে মসজিদের ইমাম রাকিবুল হাসান রমজান এবং ইফতারের তাৎপর্য্য সংকিপ্তভাবে তুলে ধরার পর এক বিশেষ মুনাজাতও পরিচালনা করেন।
 এ সময় কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের আবুল কালাম আজাদ, শিপলু আহমেদ নিয়াজী, আব্দুল মোমিন, রেজাউর রহমান, ফয়ফুর রহমান, সালাম বুলবুল, রুহুল আমিন এবং সদস্য আফাজ জনি উপস্থিত ছিলেন।

Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: