লায়েবুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ সভার আয়োজন করে স্পেনের কাতালোনিয়া জাতীয়তাবাদী দল।
 গত ১লা এপ্রিল বার্সেলোনার এক রেষ্টুরেন্টে কাতালোনিয়া বিএনপির সাধারণ সম্পাদক আজমান আলী ও প্রচার সম্পাদক এম লায়েবুর রহমানের পরিচালনায়  সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিউল আলম শফি। এ সময় বক্তারা বর্তমান সরকারকে অবৈ্ধ ও অগণতান্ত্রিক উল্লেখ করে বেগম খালেদার মুক্তি দাবী করে বলেন, যদি তাদের নেত্রীকে অতিসত্বর কারামুক্ত না করেন তাহলে তারা প্রবাস থেকে দূর্বার আন্দোলন গড়ে তুলবে।

বক্তারা আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে দেশনেত্রী খালেদা ছাড়া নির্বাচনে জাতীয়তাবাদী দল অংশগ্রহন করবে না আর জাতীয় নির্বাচন হতে হলে তত্বাবধায়ক সরকারের অধীনে হতে এ সরকার ভারতের দালাল এ বিশ্বাস করা যায় না ।দেশে গণতন্ত্র শেখ হাসিনা বিনষ্ট করে দিয়েছে দেশে শান্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ভারতীয় দালালদের বাংলার মাটি থেকে চির বিদায় করতে হলে দেশের আপামর জনগণকে সাথে নিয়ে জাতীয়তাবাদী দলকে আগামী নির্বাচনে জয়লাভ করতে হবে ।এজন্য প্রবাসে ও দেশে জাতীয়তাবাদী দলের ঐক্য বাড়াতে হবে ।

প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির প্রধান উপদেষ্ঠা নুরুল ইসলাম, কাতালোনিয়া যুবদলের সভাপতি শফিক খান, সেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক এ আর লিটু, আজিমান আলী, ফয়সল আহমেদ, আনহার আলী রাসেল আহমদ , বদরুল আলম,মো আলী আকবর জুয়েল, প্রমূখ।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: