সাইফুল আমিন,মাদ্রিদ: আঙ্গুলের ছাপ জটিলতায় পাসপোর্ট আটকে
যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্পেন প্রবাসী শতাধিক বাংলাদেশি।
স্পেনের রাজধানী মাদ্রিদে
বাংলাদেশ দূতাবাসের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উঠে আসে এমন ভোগান্তির কথা। সভায়,
ভুক্তভোগীরা জানান, পাসপোর্ট না পাওয়ায় স্পেন সরকারের স্থায়ী আবাসিক অনুমোদন নবায়ন
করতে পারছেন না তারা।
এমনকি রেসিডেন্স কার্ড নবায়নের সময় পাসপোর্ট দেখাতে না পারলে
স্থায়ী আবাসিক অনুমোদন বাতিল হয়ে যাবে বলেও জানান প্রবাসীরা। এতে দীর্ঘদিনের লালিত
স্বপ্ন একটি বৈধ রেসিডেন্ট কার্ড পাওয়া থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন তারা।
এসময়,
কর্মকর্তারা জানান, প্রবাসীদের রেসিডেন্স কার্ড আর পাসপোর্টের তথ্যে অমিলের কারণে আঙ্গুলের
ছাপ না মেলায় ১
’শ ২৫ টি পাসপোর্ট আটকে আছে দূতাবাসে।
তবে, সমস্যাটি আমলে নিয়ে খুব দ্রুতই পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে তা সমাধানের
আশ্বাস দেন স্পেনে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। বাংলাদেশ এসোসিয়েশনের
সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিষ্টার
এন্ড হেড অব চেঞ্চারী হারুন আল রশীদ,কমার্শিয়াল কাউন্সেলর মোহাম্মাদ নাভিদ সাফিউল্লা,
প্রথম সচিব লেবার উইং শরীফুল ইসলাম।
Post A Comment:
0 comments: