প্রতিনিধি : ১৬ মার্চ জাতির জনক বঙ্গবনধু শেখ মুজিবর রহমান এর ৯৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে ডেনমার্ক আওয়ামী লীগ ডেনমার্ক এর কোপেনহেগেন এক হলে আজ (১৬ মার্চ) শুক্রবার এক আলোচনা সভার আয়োজনা করে।ডেনমার্ক আওয়ামী লীগ সভাপতি ইকবাল হোসেন মিঠু এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া।
অনুষ্টানে বক্তারা বলেন , জাতির জনক এর আত্মজীবনীই বর্তমান শিশু কিশোরদের আদর্শ হওয়া উচিত। সাধারণ ঘরে জন্ম নিয়ে ঐকান্তিক প্রচেষ্টা , সততা ও সাহসিকতার সাথে কিভাবে ধীরে ধীরে বাঙালি জাতির ত্রাণকর্তা হয়ে উঠেছিলেন। সেই সব শিক্ষণীয় বিষয় আমাদের বর্তমান প্রজন্মকে জানাতে হবে। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল ইতিহাস সৃষ্টির জন্য। বাংলাদেশ নামক ভূখণ্ডের নাম পৃথিবীর মান চিত্রে অঙ্কনের মূল নায়ক বঙ্গবনধু শেখ মুজিব। আগামীতে একটি নিরাপদ বাংলাদেশ গঠন করতে জাতির জনকের কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সৎ ও নির্ভিক হয়ে কাজ করতে হবে।
অনুষ্টানে আরো বক্তব্য দেন জাহাঙ্গীর আলম , মোতালেব হোসেন , হিল্লোল বড়ুয়া , মোহাম্মদ ইউসুফ , আহসান উজ্জামান , ফাহমিদ আল মাহিদ , আব্দুল আল জাহিদ , আমির জীবন ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম , অলি হোসেন রিপন ও সায়মন উজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,সবুজ মল্লিক , শাহীন মিয়া , মোকলেসুর রহমান , দেবাশিস বড়ুয়া মোহাম্মদ নাজমুল ,মোহাম্মদ আরাফাত ,শামসুদ্দিন ইয়াকিন ,সৈয়দ পাভেল ,নাসির রানা ,প্রত্যয় সাহা , কাজী হামিদ , রাইসুল রাহান ,মোহাম্মদ শহীদ ,মিজানুর রহমান , সুমন বিশ্বাস ,কানাই পোদ্দার ,মাইনুল হাসান ,হুমায়রা আখতার জাসিয়া সহ প্রমুখ।
Post A Comment:
0 comments: