আফাজ জনিঃ বার্সেলোনা মুসলিম কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘তাফসীরুল কোরআন মাহফিল ২০১৮’।
মাহফিলে- তাফসির এবং ইসলামের বিভিন্ন গুনাবলী নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি, ইংল্যান্ডের ইষ্ট লন্ডন জামে মসজিদের প্রধান খতিব, ইসলামী চিন্তাবিদ এবং মোফাচ্ছিরে কোরআন শায়খ আব্দুল কাইয়ুম।
দুই দিন ব্যাপি বার্সেলোনার শাহ জালাল জামে মসজিদে অনুষ্ঠিত হয় এ তাফসীরুল কোরআন মাহফিল। ১৮ই মার্চ বাদ মাগরিব হতে শুরু হয় এ মাহফিল, চলতে থাকে রাত অবদি। মাহফিলে অংশগ্রহন করেন বার্সেলোনা এবং আশেপাশে বসবাসকারী কয়েক শতাধিক ধর্মপ্রান মুসল্লীরা। ইসলামের বিভিন্ন দিক আলোচনার পাশাপাশি শায়খ আব্দুল কাইয়ুম এক প্রশ্ন উত্তর পর্বে ইসলামের অনেকগুলো গুরুত্বপূর্ণ উত্তর প্রদান করেন।
এ সময় মাহফিলে অন্যান্য মুসল্লীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ জালাল জামে মসজিদের সভাপতি সুরুজ্জামান জামান, ইসলামিক ফোরাম অব ইউরোপ বার্সেলোনার সভাপতি মুকিত খান, আব্দুল বাসিত কয়সর, আবু বকর প্রমূখ।
১৯শে মার্চ সকাল ৯ ঘটিকা থেকে শুরু হয় আবার মহিলাদের জন্যও তাফসির মহফিল। এ সময় প্রধান অতিথি মহিলাদেরও বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
Post A Comment:
0 comments: