এম লায়েবুর রহমানঃ স্পেনের বার্সেলোনার আওয়ামী যুবলীগ কাতালোনিয়া শনিবার সন্ধ্যায় বার্সেলোনার একটি রেষ্টুরেন্টে  বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর কর্মময় জীবন  এবং জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে  আলোচনার পর কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে।
কাতালোনিয়া আওয়ামী যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয় এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহ উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয় এ সভা।


অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কাজী আমির হোসেন আমু বলেন, “জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন হচ্ছে বাংলাদেশের জন্মদিন। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ পেয়েছি আমরা। বাঙালিরা স্বাধীন একটি ভূখণ্ড পেয়েছে।”

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন, যুবলীগের প্রধান উপদেষ্ঠা শাহাব রহমান, সহ সভাপতি বাবুল আহমদ, সহ সভাপতি নুরুল ভূইয়া, সহ সভাপতি রুবেল খান, বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি সোহেল দেওয়ান, আওয়ামীলীগ নেতা শিমুল দাস, লেবু মিয়া, আব্দুল সুবহান, কামরুল মোহাম্মদ, কামাল বেপারী, ইসমাইল হোসেন রায়হান প্রমূখ। 

বক্তারা এ সময় বলেন, যারা বঙ্গবন্ধুকে স্বীকার করে না, তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে। বঙ্গবন্ধু বাঙালিদের যে দেশ দিয়ে গেছেন, তা আমাদের স্বপ্নের সোনার বাংলা। আজকের শিশু-কিশোর আগামীতে বাংলাদেশের কাণ্ডারি। বর্তমান প্রজন্ম শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ, তার সামগ্রিক উন্নয়নের অংশীদার।’


আলোচনা সভা শেষে নেত্রীবৃন্দ কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করেন।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: