জনপ্রিয় ডেক্সঃ পর্যটন নগরী বার্সেলোনায় আগামী ১৫ই এপ্রিল
বৈশাখী মেলা আয়োজন উপলক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করে আয়োজক সংগঠন কমুনিদাদ দে বাংলাদেশ
এন কাতালোনিয়া।
কমিউনিটির বিভিন্ন স্থরের প্রবাসীদের নিয়ে আয়োজিত এ মতবিনিময়
সভায় সভাপতিত্ব করেন সংঠনের সভাপতি মোঃ ফটিক মিয়া। প্রবাসে বাঙ্গালীর প্রানের এ উৎসবকে
প্রানবন্ত এবং সার্বজনিন করতে এ সভার আহব্বান করেন বলে উল্লেখ করেন আয়োজকবৃন্দ।
১১ই মার্চ বার্সেলোনার ক্যাফে নাইট রেষ্টুরেন্টে আয়োজিত
এ সভার পরিচালনা করেন ভয়েস অব বার্সেলোনার সাধারণ সম্পাদক এ আর লিটু।
কমিউনিটি ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীন ব্যক্তিত্ব
আরস আলী, আব্দুল বাসিত কয়সর, কমুনিদাদ দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সহ সভাপতি খালেদুর
রহমান, মোনায়েম চৌধুরী বাবলা, জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি সফিউল আলম শফি,
এসোসিয়েশন কুলতুরাল দে সুনামগঞ্জ এন কাতালোনিয়ার সভাপতি মনোয়ার পাশা, সাধারণ সম্পাদক
নজরুল ইসলাম আবীর, আব্দুস সোবহান, মিয়া লাভু, হালিম মিয়া, আমিন আলী রফিক, হিরা আলম,
আব্দুল হান্নান, আনহার মিয়া, জাহাঙ্গীর আহমদ সুমন, নজরুল ইসলাম, মিজানুর রহমান,
ফয়ছল আহমেদ, মোঃ মাসুদ, সৈয়দ জুয়েল হোসেন,
রাসেল আহমেদ, বিধু দাস, হোমায়ুন, আব্দুল মুকিত, জুবেদ, মোঃ সুইট আহমদ, রাজন আহমদ, রুহেল,
ইমরান আহমদ প্রমুখ।
সভায় বক্তারা আয়োজকদের উদ্দেশ্যে সুন্দর, সুশৃঙ্খল্ভাবে
মেলা পরিচালনা ও ধর্ম-বর্ণ নির্বিশেষে কমিউনিউনিটির সকলের অংশগ্রহন নিশ্চিন্তকরণের
আহব্বান জানান।
Post A Comment:
0 comments: