মাহমুদুল হাসান শাহীন : পর্তুগালে বসবাসরত হবিগঞ্জ জেলার
বাহুবল থানাবাসির কর্তৃক আয়োজিত শহীদ মুজ্জাম্মিল সহ বিশ্বের নির্যাতিত মুসলিম উম্মাহের
শান্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা পর্তুগালের রাজধানী লিসবনের একটি স্থানীয় হোটেলে
শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে।
মিজানুর রাহমানের সভাপতিত্বে এবং হাফেজ মাহমুদুল
হাসান শাহীনের সঞ্চালনায় পবিত্র ক্বোরআন তিলাওয়াত এর মধ্য দিয়েই উক্ত অনুষ্টানটি অনুষ্টিত
হয়েছে। পর্তুগালের বিভিন্ন সিটিতে অবস্থানরত বাঙ্গালিরা এ সভায় অংশ গ্রহণ করেন। সভায়
অন্যান্যদের মাঝে স্বাগত বক্তব্য রাখেন শাহিদুজামান লাভু ইসমাইল হুসেন জুয়েল,আজমল চৌধুরী,টিপু
সুলতান,কাজি ছিদ্দিক আহমেদ,শাহ সুনাওর মিয়া,আনোয়ারুল ইসলাম (শাহিন).কামাল,ছাঈদুর রহমান,শামিম
আহমেদ,শাকিল আহমেদ, জুলকারনাইন সহ বিভিন্ন কমিউনিটির স্থানীয় নেতৃবৃন্দ । বক্তাগণ সিলেটে
শহীদ হওয়া মুজ্জাম্মিল মাগফেরাত এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে নির্যাতিত মুসলিম উম্মাহের
শান্তি কামনা করেন।
Home
কমিউনিটি
সিলেটে শহীদ মুজ্জাম্মিল সহ নির্যাতিত মুসলিম উম্মাহের শান্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments: