লায়েবুর
খাঁন : বর্ষা
ঋতু যেমন নতুন বার্তা বহন করে অনুরূপ শীত ঋতুও নতুন নতুন উৎসবের মোহনার সম্প্রসারণ
ঘটায়।
শীত মৌসুমের বিশেষ বৈশিষ্ট্য পিঠা ও পায়েশ উৎসব। বাঙ্গালী প্রথানুযায়ী স্পেনের কাতালোনিয়া
মহিলা সমিতি আয়োজন করে শীত কালীন পিঠা উৎসব । উৎসবে পরিবেশনের জন্য দেশীয়
রকমারী পিঠা সাজিয়ে রাখা হয় ।
গত ১১ই ফেব্রুয়ারী বার্সেলোনার স্থানীয় সিটিকাউন্সিল হলে আয়োজিত এ উৎসবে মেহতাব
হকের সার্বিক তত্ত্বাবধানে ও মুন্নি এবং চন্দ্রিমা'র মঞ্চ উপস্থাপনায়
সিটিকাউন্সিল এর বিশিষ্টজন সহ কাসা এশিয়ার গেইলি পাতিন
লালই, মহিলা সমিতির নেত্রীবৃন্দ ছাড়াও স্থানীয় সামাজিক এবং রাজনৈতিক ব্যাক্তিবর্গ
উপস্থিত ছিলেন।
দেশীয় সংস্কৃতি প্রবাসে ধরে রাখতেই
এ ধরনের আয়োজন উল্লেখ করেন সমিতির নেত্রীবৃন্দরা।
পিঠা পরিবেশন শেষে স্থানীয় শিল্পীদের নৃত্য এবং সংগীত পরিবেশনা উপভোগ করেন
আমন্ত্রিতরা।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments: