লায়েবুর খাঁন : বর্ষা ঋতু যেমন নতুন বার্তা বহন করে অনুরূপ শীত ঋতুও নতুন নতুন উৎসবের মোহনার সম্প্রসারণ ঘটায়।
শীত মৌসুমের বিশেষ বৈশিষ্ট্য পিঠা ও পায়েশ উৎসব। বাঙ্গালী প্রথানুযায়ী স্পেনের কাতালোনিয়া মহিলা সমিতি আয়োজন করে শীত কালীন পিঠা উৎসব । উৎসবে পরিবেশনের জন্য দেশীয় রকমারী পিঠা সাজিয়ে রাখা হয় ।
গত ১১ই ফেব্রুয়ারী বার্সেলোনার স্থানীয় সিটিকাউন্সিল হলে আয়োজিত এ উৎসবে
মেহতাব হকের সার্বিক তত্ত্বাবধানে ও মুন্নি এবং চন্দ্রিমা'র মঞ্চ উপস্থাপনায় 
সিটিকাউন্সিল এর বিশিষ্টজন সহ কাসা এশিয়ার গেইলি পাতিন লালই, মহিলা সমিতির নেত্রীবৃন্দ ছাড়াও স্থানীয় সামাজিক এবং রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশীয় সংস্কৃতি
প্রবাসে ধরে রাখতেই এ ধরনের আয়োজন উল্লেখ করেন সমিতির নেত্রীবৃন্দরা।
পিঠা
পরিবেশন শেষে স্থানীয় শিল্পীদের নৃত্য এবং সংগীত পরিবেশনা উপভোগ করেন আমন্ত্রিতরা।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: