মিরন নাজমুল : প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে গত ২১ জানুয়ারি রবিবার স্পেনের বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের নতুন সংগঠন স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স (এসবিসিসি)-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বিকেল স্থানীয় একটি রেস্তোরাঁয় বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম মিয়ার সভাপতিত্বে ও আফাজ জনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উত্তম কুমারকে আহ্বায়ক ও মিরন নাজমুলকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটির অন্যান্যদের মধ্যে যুগ্ম-আহ্বায়ক আফাজ জনি, মো. আব্দুল হালিম মিয়া, যুগ্ম-সচিব মহিউদ্দীন হারুন, রাসেল হাওলাদার, অর্থ সচিব জাফার হোসাইন, অফিস সচিব খালেদ ইকবাল লিটন, প্রথম সদস্য শফিক খান এবং সদস্য হিসেবে সফিউল আলম সফি, ফয়সাল আহমেদ, উজ্জ্বল হাসান, শাখাওয়াত হোসেন, শফিকুল আজম, নাসির উদ্দিন, দিয়ানুর করিম ও শামিম আহমদকে নির্বাচিত করা হয়। উল্লেখ্য, বার্সেলোনায় এই প্রথম বাংলাদেশী ব্যবসায়ীদের সমন্বয়ে একটি ব্যবসায়ী সংগঠনের আত্ম প্রকাশ হয়। গত বছরের জুলাই মাসে স্থানীয় প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী কয়েকজন উদ্যোক্তার সমন্বয়ে সংগঠনের কার্যক্রম শুরু হয়। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বর্তমানে তারা সংগঠনটিকে বাংলাদেশী ব্যবসায়ীদের সমন্বয়ে একটি ক্লাবভিত্তিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। ব্যবসায়ীদের জন্য কল্যাণমূলক কার্যক্রম হিসেবে ব্যবসায়ীদের প্রতিকূল পরিস্থিতিতে অর্থনৈতিক সহযোগিতা, প্রবাসে বাংলাদেশীদের ব্যবসায় নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন, ব্যবসায়ীদের বিভিন্ন আইনি সহযোগিতা, ব্যবসায়ী কল্যাণ ফান্ড তৈরি, স্পেনে বাংলাদেশী পণ্য সামগ্রীর বাজার সম্প্রসারণের লক্ষ্যে সংশ্লিষ্ট বাংলাদেশী ব্যবসায়ীদের উদ্বুদ্ধকরণ ও সহযোগিতা, স্পেন-বাংলাদেশের যৌথ বাণিজ্য খাতে স্পেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে সমন্বয় সাধন করে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধাগুলো তুলে ধরে তাদেরকে বাণিজ্য সহযোগিতা প্রদানের উদ্যোগ নেবে। এছাড়া বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে ব্যবসায়ীদের সহযোগিতা নিশ্চিত করতেও সংগঠনটি কাজ করবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: