কবির আল মাহমুদ : অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থী
উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না বাংলাদেশে এমন পরিস্থিত আর নাই।
বর্তমানে ঝড়ে পড়া
শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। দরিদ্র কিন্তু মেধাবী, প্রয়োজনে এসব শিক্ষার্থীর লেখা
পড়ার খরচ বহন করতে সিলেটের বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের উদীয়মান সমাজকর্মী ও তরুণ
সংগঠক, প্রবাসী তারেক হুসেন মুসা প্রতিষ্টা করেছেন ‘আনোয়ারা-খালিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন’।
কোন প্রতিভা চাপিয়ে রাখা যায় না। মেধা থাকলে তা বিকশিত হবেই।
আমাদের সমাজে এখনও অনেক
হৃদয়বান মানুষ আছে। যারা মেধাকে বিকশিত করতে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। প্রবাসী
তারেক হুসেন মুসার এই আয়োজন অন্তত তাই প্রমাণ করে। আলীনগর ইউনিয়নের তরুণ সংগঠক ও প্রবাসী
তারেক হুসেন মুসা প্রতিষ্ঠিত ‘আনোয়ারা-খালিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র উদ্যোগে ইউনিয়নের
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ভর্তি সহায়তা অনুদান প্রদান ও আলোচনা
সভায় বক্তারা উপরোক্ত কথা গুলো বলেন।
গত (২ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে আলীনগর উনিয়নের
আজাদ চৌধুরী একাডেমী প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, রাজনৈতিক
নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্টানে সভাপতিত্ব করেন
ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মনোয়ার হুসেন মনাক্কা।
আনোয়ারা-খালিক ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র
সদস্য সচিব মারুফ আহমদ চৌধুরী ও যুগ্ম-সচিব ইউপি সদস্য আব্দুল বাছিতের যৌথ সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস
শুকুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব দেওয়ান
মাকসুদুল ইসলাম আউয়াল, আলীনগর ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মামুন, উপজেলা আওয়ামী
লীগ সহ-সভাপতি হারুন হেলাল চৌধুরী, আজাদ চৌধুরী একাডেমীর প্রতিষ্ঠাতা এ কে আজাদ চৌধুরী,ব্যাবসায়ী
জহিরুল হক রাজু।
বক্তব্য দেন প্যানেল চেয়ারম্যান গৌছ উদ্দিন, সাবেক ইউপি সদস্য নুরুল
ইসলাম খছরু, ডিএম হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফখরুল আলম চৌধুরী, ইউপি সদস্য এম
মনিরুজ্জামান মনির, ইউপি সদস্য জাফরুল আহমদ লালন, সাবেক ইউপি সদস্য খালিকুল ইসলাম চৌধুরী
বাবু, ব রাজনীতিবিদ আব্দুল বাছিত, ছানুর উদ্দিন খান, খানফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান
এ এম মুহিবুল হাছান, জায়েদ আহমদ,ছাত্রনেতা জাকারিয়া আহমেদ রুমন ,সুহেল আহমেদ রাজু
,লায়েক আহমেদ,সুলেমান আহমেদ খান ,সুহেদ আহমেদ , জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সদস্য
ছাত্রনেতা এম এ হানিফ প্রমুখ।
Home
জেলা সংবাদ
বিয়ানীবাজারের আলীনগরে আনোয়ারা-খালিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অনুদান প্রদান :: দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখা পড়ার খরচ বহন করতে প্রবাসী মুসার ব্যাতিক্রমী উদ্যোগ
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments: