সেলিম আলম,মাদ্রিদ : পারষ্পরিক
সম্পর্ক বৃদ্ধি ও প্রবাসের ক্লান্তি দূর করার লক্ষে বৃহত্তর নোয়াখালী সমিতি
মাদ্রিদের উদ্যোগে নববর্ষ কে স্বাগত জানিয়ে এক আলোচনা ও প্রীতিভোজ অনুষ্টিত হয়েছে।
গত ২৪
ডিসেম্বর রাতে স্থানীয় রেষ্টুরেন্টে সংঘঠনের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এবং
সাধারণ সম্পাদক আবু সায়েম মজুদার ও দিদার আহমেদ এর পরিচালনায় অনুষ্টিত সভায়
মাদ্রিদে অবস্থানরত বৃহত্তর নোয়াখালীর শিশু মহিলা সহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্তিত
ছিলেন ।
অনুষ্টানে বক্তব্য রাখেন সবেক সভাপতি মানিক মিয়া,
পুটন আনোয়ার,বিশিষ্ট ব্যবসায়ী জালাল
মমিয়া, রতন, ডালিম ব্যপারী রাজু,
আবুল কাসেম মুকুল,কামাল, জসিম, হাফিজ জহির উদ্দিন,সুহাগ, বাহার উল্লাহ হারুন, নুরুননবী ,মিঠু, সায়েদ,
আব্দুল আওয়াল, রাজু, শিপন, সুমন, ইমন,পারভেজ, ইবনে মাহবুব রনি, মোহন সহ সংগঠনের নেতৃবৃন্দ ।
তারা বলেন পুরাতন
বছরের সকল গ্লানী ও ভেদাভেদ ভুলে নতুন বছরে সকলে সম্মিলত ভাবে কমিউনিটির সেভায় কাজ
করে কমিটির দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে তার বদ্ধ পরিকর ।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments: