আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় নিতে নেতাকর্মীদের ঐক্যের কোনো বিকল্প নেই 
কবির আল মাহমুদ,মাদ্রিদ : স্পেন আওয়ামী লীগকে ইউরোপের অন্যতম শক্তিশালী সংগঠন হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এক যুগে কাজ করার আহবান জানিয়েছেন নব নির্বাচিত স্পেন আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন আতা ও সাধারন সম্পাদক রিজভি আলম।
গত (২৭ ডিসেম্বর) বুধবার রাতে স্পেনের রাজধানী মাদ্রিদে নব গঠিত স্পেন আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে নব গঠিত কমিটি কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান নব গঠিত কমিটির নেতৃবৃন্দ।লিখিত বক্তব্যে আক্তার হোসেন আতা বলেন, আগামী দিনের কার্যক্রম, দেশ-বিদেশে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন ও সফলতার প্রচার,পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে করণীয়সহ দলীয় কর্মকাণ্ড গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যের কোনো বিকল্প নেই। সংবাদ সম্মেলনে জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, ১৫ আগস্টে নিহত সকল শহীদ, ৫২ থেকে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে নির্যাতিতা মা-বোন ও শিশুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। সদ্য সাবেক কমিটির নেতৃবৃন্দ বারবার সম্মেলন করতে ব্যর্থ হওয়ায় সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগের সভাপতি শ্রী অনিল দাশের নির্দেশে সাধারন সম্পাদক এম এ গনি ও সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বড়ূয়া কর্তৃক নবীন -প্রবীনের সমন্বয়ে একটি সুন্দর কমিটি উপহার দেয়ার জন্য সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি আক্তার হোসেন আতা। সংবাদ সম্মেলনে আক্তার হোসেন আতা আরো বলেন ,দেশকে পেছনের দিকে ফিরে নেয়ার জন্য এখনো দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। দেশবিরোধী বিএনপি-জামায়াত নিশ্চিত জানে, বাংলাদেশের জনগণের ভোটে তারা কখনো ক্ষমতায় আসতে পারবে না। তাই একমাত্র ষড়যন্ত্রই তাদের লক্ষ্য এবং ভরসা। কিন্তু দেশের জনগণ এখন কোন পরিবর্তন চান না। এখনো দেশের প্রায় ৭৫ ভাগ জনগণ শেখ হাসিনার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। সাংবাদিদের এক প্রশ্নের জবাবে আতা বলেন ,পদ-পদবী, দলের সুযোগ-সুবিধা নয়, জাতির জনক বঙ্গবন্ধু আদর্শ বুকে ধারণ করে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করাই আমার লক্ষ্য এবং জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করে উন্নয়নের দিক থেকে বাংলাদেশের চেহারা বদলিয়ে দিতে চাই ।সংবাদ সম্মেলনে টেলিকনফারেন্সর মাধ্যমে সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বড়ূয়া উপস্থিত সাংবাদিকদের কমিটির বৈধতা নিচ্চিত করেন। সংবাদ সম্মেলনে নব নির্বাচিত সাধারন সম্পাদক রিজভি আলম দলের সাংগঠনিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দলকে গতিশীল করার লক্ষ্যে মান-অভিমান ভুলে সকলকে স্পেন আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হবার আহবান জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির সহ সভাপতি বোরহান উদ্দিন ,শামীম আহমেদ ,যুগ্ম সম্পাদক মোঃ ফয়সাল ইসলাম ,,সবুজ আলম ,সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম ,সায়েম সরকার ,এনাম আলী খান ও দপ্তর সম্পাদক তাপস দেব নাথসহ নব গঠিত স্পেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: