কবির আল মাহমুদ,মাদ্রিদ : বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অফ স্পেন আয়োজিত প্রথম টি ১০ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর প্রথম আসর মাদ্রিদের এল ক্যাসেল মাঠে গড়াবে আগামী ১৯ ডিসেম্বর।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের উদ্বোধন পর্ব ১৯ ডিসেম্বর সকালে এল ক্যাসেল মাঠে অনুষ্ঠিত হবে।
এল ক্যাসেল ভেন্যূতে ৮টি দলের অংশ গ্রহণে মোট ৭টি খেলা অনুষ্ঠিত হবে। নক আউট ভিত্তিক এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বছরের ৩ জানুয়ারি।
গতকাল রবিবার সন্ধ্যায় মাদ্রিদের একটি অভিজাত রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অফ স্পেনের দায়িত্বশীলরা এ তথ্য তুলে ধরেন।মাদ্রিদের ক্রীরা সংগঠক ও ব্যাবসায়ী নাহিদ আনোয়ারুল এর সভাপতিত্বে মত বিনিময় সভায় আয়োজকদের পক্ষে কথা বলেন টুর্নামেন্টের সমন্বয়ক কবির আল মাহমুদ।
টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলকে নগদ ১০০ হাজার ইউরো ও একটি ট্রফি এবং রানার্সআপ দলের জন্য থাকছে নগদ ৫০০ইউরো ও ট্রফি। এছাড়া সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, ম্যান অব দ্য সিরিজ, উদীয়মান খেলোয়াড়সহ প্রত্যেক ম্যাচের সেরা খেলোয়াড়ের জন্য ক্রেস্ট ও অর্থ পুরস্কার রয়েছে। টুর্নামেন্টের সমন্বয়ক কবির আল মাহমুদ সাংবাদিকদের জানান, মাদ্রিদ সিটি কর্পোরেশন ও বাংলাদেশী মানবাধিকার সংগঠন ভালিয়েন্টে বাংলা এই টুর্নামেন্টে সহযুগিতা করছে। তিনি আরও জানান, সপ্তাহের প্রতি সোমবার অথবা মঙ্গলবার ২টি করে খেলা অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক সাহাদুল সুহেদ , ক্রিরা সংগঠক ও বাংলাদেশ এসোসিয়েশনের প্রচার সম্পাদক সায়েদ মিয়া ,তরুন সংগঠক ও ব্যাবসায়ী বদরুল কামলী ,তরুন রাজনীতিবীদ ও সংগঠক আবু জাফর রাসেল ,এনামুল আলী খান ,টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম সমন্বয়ক সিপন আহমেদ রাহি ,সায়েক মিয়া ,তরুণ সংগঠক সাইফুল আলম ,শিপন আহমেদ ,ইকবাল আহমেদ ,ব্রাম্মন বাড়িয়া মাদ্রিদ স্পোটিং ক্লাবের বাবুল আহমেদ ,কুমিল্লা ভিক্টরিয়ান্স ক্লাব এর হৃদয় আহমেদ ,সিলেট টাইগার এর তানিম মালিক ,মাদ্রিদ টাইগার এর শাহিনুর রহমান ,মাদ্রিদ ইয়ং ষ্টার এর জাবেদ ওহী ,এস টি স্পোটিং ক্লাব এর রিপন আহমেদ ,হবিগঞ্জ ইয়ং ষ্টার এর আবিদুর রহমান জসিম জাকির হোসাইন চোধুরী ও মহসিন আহমেদ লুৎফুর প্রমুখ।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: