ইউরোপ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যারিস সফরের সময়ে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডঃ বিদ্যুৎ বড়ুয়া সাথে জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার হাবিবুর রহমানের জার্মান এবং ইউরোপীয় আওয়ামী রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
ইউরোপীয় আওয়ামী লীগের দুই তরুণ রাজনীতিবিদের কথোপকথনে সবচেয়ে বেশি গুরুত্ব পায়, বর্তমান রাজনীতিতে ইউরোপের তরুণ ও শিক্ষিত রাজনীতিবিদ ও বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের করনীয় এবং কিভাবে তাদেরকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে নৌকার পক্ষে ও দেশ গঠনে তাদের মেধাকে কাজে লাগানো যায় এবং আগামী নির্বাচনে সোশ্যাল মিডিয়াকে কিভাবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় কার্যকরীভাবে ব্যবহার করা যায় এর গুরুত্ব নিয়ে আলোচনা হয়। উক্ত আলোচনায় শেষে পর্যায়ে ইন্জিনিয়ার হাবিবুর রহমান জননেত্রী শেখ হাসিনা ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক এম এ গনিকে বিশেষ ধন্যবাদ জানান, ডঃ বিদ্যুৎ বড়ুয়া মত একজন সাংগঠনিক ভাবে দক্ষ, তরুণ, উদ্যমী, সৎ ও শিক্ষিত নেতাকে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদেরকের দায়িত্ব প্রদান করার জন্য। ডঃ বিদ্যুৎ বড়ুয়া ও জার্মান আওয়ামী লীগের সভাপতি এ, কে, এম বসিরুল আলম চৌধুরী (সাবু) ও সাধারন সম্পাদক শেখ বাদল আহমেদকে ধন্যবাদ জানান, ইন্জিনিয়ার হাবিবুর রহমানকে মতো একজন পরিশ্রমী ও সাংগঠনিক ভাবে দক্ষ তরুণকে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব প্রদান করার জন্য।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: