জনপ্রিয়
অনলাইন : পবিত্র ঈদে মিলাদুননবী (সা:) উপলক্ষে বার্সেলোনায় লতিফিয়া ফুলতলী জামে
মসজিদে শানে মুস্তাফা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন কার্ডিফ ইউনিভার্সিটির প্রফেসর ড. মানসুর আলি। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনা লতিফিয়া
জামে মসজিদের খতিব মূফতী আবদুল জলিল।দুই দিন ব্যাপি পবিত্র ঈদে মিলাদুননাবী (সা:) উপলক্ষে শানে মুস্তাফা ও মিলাদ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত অনুষ্ঠানে কোরআন তেলাওত,হামদ ও নাতে রাসুল (সা:)এর মাধ্যমে শুরু হয় । মিলাদ ও দোয়ার মাধ্যমে শেষ হয়।ৱ
সুত্র : বাংলা কাগজ ।
Post A Comment:
0 comments: