সেলিম
উদ্দিন,পর্তুগাল :
দয়াময় আল্লাহতাআলার
সম্পর্কের মূল এবং দুনিয়ার সব মানুষের জন্য সত্যের কেন্দ্র ও জীবনের সবদিকে সর্বকল্যাণের
উৎস ও সকল বিণাশ থেকে সুরক্ষার উৎস প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের
মহান শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষ্যে গত ২৮শে নভেম্বর বিশ্ব সুন্নী আন্দোলন পর্তুগাল
শাখার উদ্যোগে লিসবন-এর রাধুনী রেস্টুরেন্ট হলে এক একাডেমীক কনফারেন্স ও সালাতুসালাম
মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং আহলে সুন্নাতের নির্দেশিত
জীবন ব্যবস্থার মানবিক রূপরেখা খেলাফতে ইনসানিয়াত তথা সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা
ও মানবিক সাম্যের রূপরেখায় মুক্ত মানবতার অখন্ড বিশ্বব্যবস্থার দিকদর্শন বিশ্ব ইনসানিয়াত
বিপ্লবের আহ্বায়ক আল্লামা ইমাম হায়াত-এর দিক নির্দেশনায়, সোহাগ মুন্সী-র সভাপতিত্বে
নাজিম উদ্দিন-এর পরিচালনায় কনফারেন্স-এ বক্তব্য রাখেন কাজী জুলহাস মামুন, আল-মাহজাব,
খাইরুল ইসলাম, আবু বাক্কার সিদ্দিক আবীর, শাহ্নূর আজাদ, আব্দুল্লাহ আল-মামুন ও আল-আমীন
সহ আরও অনেকে। বক্তাগন বলেন, অস্তিত্বের প্রাণ প্রবাহ এ মহান শুভাগমনের দান ঈমান-দ্বীন-নাজাতের
আলোকধারা প্রবাহিত রাখার জন্য দুনিয়ায় সত্য ও মানবতার মুক্ত রূপরেখা প্রতিষ্ঠায়
এবং বাতিল জালিম অপশক্তির গ্রাস থেকে মুক্তির সাধনায় এ মহান শুভাগমনের লক্ষ্য বাস্তবায়নের
একমাত্র পথ- প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত সত্য ও
জীবনের মুক্ত বিশ্বকাঠামো তথা ধর্ম-জাতি নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা-স্বাধীনতা-
অধিকার-কল্যাণ ভিত্তিক সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও মুক্ত মানবতার অবিভাজ্য বিশ্বব্যবস্থা
বা একক গোষ্ঠির স্বৈরতামুক্ত শান্তিময় জীবন ও রহমতের দুনিয়া খেলাফতে ইনসানিয়াত।
সত্য ও মানবতা এবং জীবনের জন্য প্রিয়নবীর শুভাগমনের চেয়ে বড় কিছু নেই উল্লেখ করে
বক্তাগন ঈমান, দ্বীন ও নাজাতের মূল হিসাবে এ দুনিয়ায় প্রিয়নবীর শুভপ্রকাশ শুভাগমনের
চির মহাউপলক্ষকে অন্য কোন সাধারন শব্দে নয়, আল্লাহতায়ালার পরম শুকরিয়া হিসেবে ঈদে
আজম হিসেবে উদযাপন করার আহবান জানান।
কনফারেন্স-এ অন্যান্যদের মধ্যে বিশেষভাবে উপস্থিত
ছিলেন রাজধানী লিসবনের সান্তা মারিয়া মাইওর -এর কাউন্সিলর রানা তসলিম উদ্দিন, ফ্রেন্ডশিপ
এসোসিয়েশন-এর ভাইস-প্রেসিডেন্ট জনাব বাবুল সরকার, বিশিষ্ট সাংবাদিক সেলিম উদ্দিন সহ
কমিউনিটির আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সালাতুসালাম ও দোয়া-মোনাজাতের মাধ্যমে মাহফিলের
সমাপ্তি হয়।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments: