সেলিম উদ্দিন,পর্তুগাল : দয়াময় আল্লাহতাআলার সম্পর্কের মূল এবং দুনিয়ার সব মানুষের জন্য সত্যের কেন্দ্র ও জীবনের সবদিকে সর্বকল্যাণের উৎস ও সকল বিণাশ থেকে সুরক্ষার উৎস প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহান শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষ্যে গত ২৮শে নভেম্বর বিশ্ব সুন্নী আন্দোলন পর্তুগাল শাখার উদ্যোগে লিসবন-এর রাধুনী রেস্টুরেন্ট হলে এক একাডেমীক কনফারেন্স ও সালাতুসালাম মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং আহলে সুন্নাতের নির্দেশিত জীবন ব্যবস্থার মানবিক রূপরেখা খেলাফতে ইনসানিয়াত তথা সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও মানবিক সাম্যের রূপরেখায় মুক্ত মানবতার অখন্ড বিশ্বব্যবস্থার দিকদর্শন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের আহ্বায়ক আল্লামা ইমাম হায়াত-এর দিক নির্দেশনায়, সোহাগ মুন্সী-র সভাপতিত্বে নাজিম উদ্দিন-এর পরিচালনায় কনফারেন্স-এ বক্তব্য রাখেন কাজী জুলহাস মামুন, আল-মাহজাব, খাইরুল ইসলাম, আবু বাক্কার সিদ্দিক আবীর, শাহ্‌নূর আজাদ, আব্দুল্লাহ আল-মামুন ও আল-আমীন সহ আরও অনেকে। বক্তাগন বলেন, অস্তিত্বের প্রাণ প্রবাহ এ মহান শুভাগমনের দান ঈমান-দ্বীন-নাজাতের আলোকধারা প্রবাহিত রাখার জন্য দুনিয়ায় সত্য ও মানবতার মুক্ত রূপরেখা প্রতিষ্ঠায় এবং বাতিল জালিম অপশক্তির গ্রাস থেকে মুক্তির সাধনায় এ মহান শুভাগমনের লক্ষ্য বাস্তবায়নের একমাত্র পথ- প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত সত্য ও জীবনের মুক্ত বিশ্বকাঠামো তথা ধর্ম-জাতি নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা-স্বাধীনতা- অধিকার-কল্যাণ ভিত্তিক সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও মুক্ত মানবতার অবিভাজ্য বিশ্বব্যবস্থা বা একক গোষ্ঠির স্বৈরতামুক্ত শান্তিময় জীবন ও রহমতের দুনিয়া খেলাফতে ইনসানিয়াত। সত্য ও মানবতা এবং জীবনের জন্য প্রিয়নবীর শুভাগমনের চেয়ে বড় কিছু নেই উল্লেখ করে বক্তাগন ঈমান, দ্বীন ও নাজাতের মূল হিসাবে এ দুনিয়ায় প্রিয়নবীর শুভপ্রকাশ শুভাগমনের চির মহাউপলক্ষকে অন্য কোন সাধারন শব্দে নয়, আল্লাহতায়ালার পরম শুকরিয়া হিসেবে ঈদে আজম হিসেবে উদযাপন করার আহবান জানান।
কনফারেন্স-এ অন্যান্যদের মধ্যে বিশেষভাবে উপস্থিত ছিলেন রাজধানী লিসবনের সান্তা মারিয়া মাইওর -এর কাউন্সিলর রানা তসলিম উদ্দিন, ফ্রেন্ডশিপ এসোসিয়েশন-এর ভাইস-প্রেসিডেন্ট জনাব বাবুল সরকার, বিশিষ্ট সাংবাদিক সেলিম উদ্দিন সহ কমিউনিটির আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সালাতুসালাম ও দোয়া-মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: