লায়েবুর খাঁন : স্বজন মানেই আত্মার বন্দন এই শ্লোগানকে সামনে নিয়ে স্পেনের বার্সিলোনার কাতালুনিয়ায় সর্ব ইউরোপীয় স্বজন ফাউন্ডেশনের প্রথম স্বজন মিলন মেলা গত ১৪ই নভেম্বের বার্সিলোনার কাতালুনিয়ার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্টিত হয়
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব স্বজন ফাউন্ডেশন র প্রতিষ্টাতা ফজরুল হক এনাম ,ও সর্ব ইউরোপীয় স্বজন ফাউন্ডেশন র প্রিয় মুখ মর্তুজা আলী বাবুল , স্বজনদের উদ্দেশ্যে স্বজন ফাউন্ডেশনের নিয়ম নীতি ও উদ্দেশ্য সবার সামনে তুলে ধরেন এবং উপস্থিত সকল স্বজনদের ধন্যবাদ ও পরিচয় করিয়ে দেন স্বজন প্রধান ফজরুল হক এনাম ।সভায় উপস্থিত ছিলেন বার্সিলোনার বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন ,ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ ।
সভায় উপস্থিত স্বজনদের উদ্দেশে বক্তব্য রাখেন , ফ্রান্স থেকে আগত অতিথি
স্বজন মর্তুজা আলী বাবুল , বার্সিলোনা কমিউনিটি নেতা যথাক্রমে ,মনোয়ার পাশা,লেবু মিয়া,হারূণ রশিদ,শাহজাহান আহমদ,দিলাল হুসেন,আঃ রকিব স্বপন,এলাইস মিয়া , শাহীন মিয়া , আব্দুল মতিন ,ছুরত মিয়া ,আলাউর রহমান , সুজন মিয়া , হাবিবুর রহমান ,বেলাল উদ্দিন ,রাজু হাসান সৈয়দ ,কিরণ আহমদ , মারুফ আহমেদ ,হাবিবুর রহমান ,রেজাউর রহমান,ফয়সল আহমদ , আকরাম ,বাবলু ,হিমেল,তুফায়েল মিয়া,মুজিবুর রহমান ,জাবেদুর রহমান রাজন,শফিকুন্নুর,মনির আহমদ, সাহেদ আহমদ , জসিম উদ্দিন ,তুহিন আহমদ , ফারুক মিয়া,আব্দুল গনি,আব্দুল ওয়াকিব প্রমুখ।
উপস্থিত সকল স্বজনরা
স্বজন ফাউন্ডেশনের উত্তরুত্তর সফলতা ও ইউরুপের সকল যে যেখানে আসেন তাদের বন্দন যেন আজীবন অটুট থাকে একে অন্যের আত্মার পরম আত্মীয় হয়ে থাকতে পারেন এই আসা বেক্ত করেন , পরিশেষে স্বজনমাওলানা আজিমুল ইসলাম সেলিমের বক্তব্যের পরে তিনি মোনাজাত পরিচালনা করেন ।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: