ওয়াসিব আলী : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সিলেট ২নং আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এম.ইলিয়াস আলী’র
সন্ধান দাবী এবং ফিরে পেতে প্রতিবাদ সভা করেছে কাতালোনিয়া ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ।
কাতালোনিয়া ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক এম.লায়েবুর রহমানের সঞ্চালনায়
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন এ.আর লিটু। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে বক্তব্য প্রদান করেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি, বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মানোয়ার
পাশা, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান মামুন, সাবেক সাধারণ সম্পাদক আফজাল আহমেদ আবু,
কাতালোনিয়া যুবদলের তথ্য সম্পাদক আজমান আহমেদ।এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুমন আহমদ, ফয়সাল আহমেদ, নাজমুল ইসলাম, রাসেল আহমদ, সুইট, ইমরান, রবিউল আহমেদ, তোফায়েল আহমেদ, আনা মিয়া প্রমূখ। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজন আহমদ, জামিলুর রহমান,আলম, আক্তার, সাঈম,জামিল আহমেদ, শাকিল আহমেদ, মঈনুল ইসলাম।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৬৭ অতিবাহিত হয়ে গেছে! এখনো সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, নয়নের-মণি, সিলেটের উন্নয়নের রূপকার জননেতা এম.ইলিয়াস আলীকে রাজনীতির মাঠে পরাজিত হওয়ার ভয়ে, গুম করে রেখেছে এই অবৈধ সৈরাচার সরকার।
বক্তারা প্রতিবাদ সভা থেকে বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানিয়েছেন, অবিলম্বে যেন তাদের নেতাকে ফিরিয়ে দেওয়া হয়। যদি জনতার নেতাকে জনতার কাতারে দ্রুত ফিরিয়ে দেওয়া না হয়, তবে কঠোর আন্দোলন কর্মসূচী দেওয়ার ঘোষণা দেবেন বলে বক্তারা উল্লেখ করেন বক্তারা। সভার শেষাংশে জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র সভাপতি তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকি উপলক্ষ্যে কেক কাটেন উপস্থিত নেত্রীবৃন্দ।
এ সময় উপস্থিত নেত্রীবৃন্দ জাতীয়তাবাদে বিশ্বাসী সকল নেতা কর্মীর প্রতি আহবান জানান, যেন সকলে এক হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরোও শক্তিশালী করে বর্তমান অবৈ্ধ সরকারকে সঠিক ভোট প্রয়োগের মাধ্যমে পরাজিত করতে।
Post A Comment:
0 comments: