রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহায়তায় নদী ভাঙ্গন কবলিত ও বন্যাদূর্গত বাস্তুহারাদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
গত ১৩ই নভেম্বর সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবুনুর মোঃ আক্তারুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোঃ কপিল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লা, ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলূ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ২৯জন বাস্তুহারা পরিবারের মাঝে ২বান্ডিল করে টিন ও গৃহ নির্মাণের জন্য ৬হাজার টাকার চেক বিতরণ করা হয়। উল্লেখ্য, সম্প্রতি ভয়াবহ বন্যায় এবং তিস্তা নদী ভাঙ্গনের শিকার ২শত বাস্তুহারা পরিবারের মাঝে পর্যায়ক্রমে ঢেউটিন ও গৃহনির্মাণের জন্য চেক বিতরণ করা হবে।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: