জনপ্রিয় অনলাইন : বিশ্বকাপ জিতলে কি করবেন? এমন প্রশ্নে ফুটবল তারকাদের একেকজনের উত্তর একেক রকম। ডিয়েগো ম্যারাডোনার মত চ্যালেঞ্জপ্রেমী ফুটবলার তো কাপড় ছাড়া রাস্তায় হাঁটার চ্যালেঞ্জও নিয়েছিলেন।

তবে মেসি ওতটা পাগলাটে নন। নরম স্বভাবের আর্জেন্টাইন অধিনায়ক তবু বড়সড় একটা চ্যালেঞ্জ নিয়েই রেখেছেন মনের মধ্যে। কি সেই চ্যালেঞ্জ? রাশিয়ায় বিশ্বকাপ জিতলে ৬৫ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যাবেন তিনি।
বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে। এখন শুধু ভাবনা শিরোপা নিয়ে। বারবার যেটা হাতে ধরা দেই দেই করেও দিচ্ছে না আর্জেন্টিনার। মেসিকে এজন্য কম কথা শুনতে হয়নি। বিশ্বকাপ না জিততে পারলে হয়তো আরও শুনতে হবে। আর্জেন্টাইন অধিনায়ক তাই লক্ষ্য ঠিক করে ফেলেছেন এবার। বলেছেন, ‘আমাদের সবার একটাই চাওয়া-বিশ্বকাপ জয়।’

পরের প্রসঙ্গটা খুব মজার। শেষপর্যন্ত যদি মেসির অধীনে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেই যায়, তবে বার্সেলোনা তারকা কি করবেন? এমন প্রশ্নের জবাবে ৩০ বছর বয়সী মেসির চটজলদি উত্তর, ‘আমরা যদি বিশ্বকাপ জিততে পারি, আমি সান নিকোলাস পর্যন্ত হাঁটব (বুয়েনস আয়ার্স থেকে ৬৫ কিলোমিটার দূরের একটি শহর)।’
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: