রনি মোহাম্মদ,পর্তুগাল থেকে: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পর্তুগালের আয়োজনে গত ১১ নভেম্বর শনিবার মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনে স্থানীয় গ্রীন চিলি রেস্টুরেন্টে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পর্তুগাল বিএনপির সভাপতি অলিউর রহমান চৌধুরী সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আমির সোহেলের সঞ্চালনায় সভার বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির সিঃ সহ-সভাপতি নজরুল ইসলাম সিকদার,
সেভ বাংলাদেশ পর্তুগালের আহ্বায়ক সোলেমান মিয়া, পর্তুগাল বিএনপির সহ সভাপতি কাজী এমদাদ মিয়া,জহির
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউছুফ তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মনজুরুল হোসেন জিন্নাহ, মুকিতুর রহমান চৌধুরী, সাইফুল হক,
সাংগঠনিক সম্পাদক লিটন কাদেরি, সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ ও প্রচার সম্পাদক আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ প্রমুখ। এসময় বক্তারা বলেন, ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ না দেয়া সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ।
শুধু দেশে নয় প্রবাস থেকেও সকলে এক সাথ হয়ে দেশের হারিয়ে যাওয়ায় গণতন্ত্র এবং ভোটাধিকার, সার্বভৌমত্ব, বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: