কবির আল মাহমুদ, মাদ্রিদ : দিবালোক সংরক্ষণ বা ডে লাইট সেভিং পদ্ধতিতে আজ ২৮ অক্টোবর থেকে স্পেনের ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়া হয়েছে।

স্পেনের সময় রাত ২টায় এক ঘণ্টা এগিয়ে নেওয়ার মাধ্যমে সময়ের এ পরিবর্তন করা হয়েছে। ফলে বাংলাদেশের সঙ্গে চার ঘণ্টার পরিবর্তে এখন স্পেনের সময়ের ব্যবধান পাঁচ ঘণ্টা। দিবালোক সংরক্ষণের এ পদ্ধতির আজ প্রথম দিনে তাই এক ঘণ্টা কম ঘুমিয়েছে লাখ লাখ স্পেনবাসী । বিশ্বের অন্যান্য অনেক দেশের মতোই গ্রীষ্মকাল শুরুর আগেই দিবালোক সংরক্ষণ চালুর প্রচলন রয়েছে স্পেনে । এই ধারাতেই এ বছর এক ঘণ্টা এগিয়ে গেছে ঘড়ির কাঁটা। স্পেনের রাজধানী মাদ্রিদ সহ বার্সেলোনা, মালাগা, আলিকান্তে, মুরছিয়া, সেভিলা, গ্রানাদা ও কর্দোভাসহ বিভিন্ন শহরে ও এ পরিবর্তন হয়েছে। আগামী বছরের ২৮ এপ্রিল পর্যন্ত চলবে এ ডে লাইট সেভিং পদ্ধতি। দিনের আলো সংরক্ষণ করতে দিনের আলোতেই কর্মঘণ্টা শেষ করার লক্ষ্যে এ পদ্ধতির ব্যবহার করা হয়। পরিবর্তিত সময়ের সাথে প্রয়োজনীয় কার্যাবলী নির্ধারন করতে হয়।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: