মাদ্রিদ থেকে সাইফুল আমিন : স্পেন আওয়ামীলীগ এর মত বিনিময় সভা গত ১৬ই অক্টোবর মাদ্রিদের বাংলাদেশি অধ্যাসিত মাতৃভুমি রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুস্টিত হয় ।
বাংলাদেশ এসোসিয়েশন এর সাবেক সভাপতি এবং স্পেন আওয়ামীলীগ এর বিশিষ্ট নেতা,এস আই রবিনের সভাপতিত্বে ও এফ এম ফারুক পাবেল এর সঞ্চহালনায় সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বংগবন্ধু পরিষদের সভাপতি জাকির হুসাইন।
এছাড়া আরও বক্তব্য রাখেন
,আলমগির হুসাইন,সিলেট বিভাগীয় আওয়ামীলীগ এর সমন্নয়ক কমিটির সভাপতি লুতপুর রহমান,আতাউর রহমান আতা,ফারবেজ আলম,ফারুক আহমেদ মুবিন,এডভোকেট তারিক হুসেন,বদরুল ইসলাম মাস্টার,মনির মিয়া,সহ আওয়ামীলীগ এর অংগ সংঘটন এর নেতৃবৃন্দ বক্তারা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাদার অফ হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনার সাফল্যে, তারমধ্য বিশেষ করে ডিজিটাল বাংলাদেশের রুপকার সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল কার্যক্রমের উপর আলোচনা ও রোহিঙ্গা সংকট সমাধানে জননেত্রীর ভুমিকার বিষয়াদি নিয়ে আলাপ করেন বক্তারা আরও বলেন,আওয়ামীলীগ নদির স্রুতে ভেসে আসা কোন দল নয়।আওয়ামীলীগ হচ্ছে বাংলাদেশ এর সর্ব বৃহৎ ও সবচেয়ে পুরুনো দল,আওয়ামীলীগ এর ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে স্পেন আওয়ামীলীগ বদ্ধপরিকর,স্পেন আওয়ামীলীগ এর সম্মেলন সম্পর্কে এস আই রবিন বলেন,আওয়ামীলীগের বর্তমান কমিটির মেয়াদ উর্ত্তীর্ণ হয়ে গেছে সেই কবে।তিনি বিগত কমিটির নানা ব্যর্থতা ও অনিয়মের অভিযোগ তুলে ধরে বলেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেখি কিছু কিছু আওয়ামী নামধারী কিছু জামাতি সেল্ফি তুলে নিজেকে আওয়ামীলীগ নেতা দাবি করে ফেইসবুকে ছবি পোস্ট করেন।আসলে ই খুব হাস্যকর বিষয়,আমি তাদের কে বলতে চাই,আওয়ামীলীগ এর নেতা হতে গেলে,কর্মি বান্ধব নেতা হতে হবে।
সেল্ফি বান্ধব নেতা হলে হবেনা।যারাই স্পেন আওয়ামীলীগ এর নেতা হতে চান
,তারা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করতে হবে, দলকে ভালবাসতে হবে,কর্মিকে ভালবাসতে হবে তিনি আরও বলেন,আপনারা যারা স্পেন আওয়ামীলীগ এর কমিটি নিয়ে গুজব ছড়াচ্ছেন,অচিরেই সাংগঠনিক ভাবে তাদের বিরুদ্ধে স্পেন আওয়ামীলীগ তার ভুমিকা নিবে,গুজবে কান না দেয়ার জন্যে উপস্থিত সবার প্রতি তিনি অনুরুধ জানান।

স্পেন আওয়ামীলীগ এর কোনদিনই পকেট কমিটি হবেনা,স্পেন আওয়ামীলীগ এর কমিটি সুস্থ সুন্দর একটি সম্মেলন এর মাধ্যমে ই হবে,এবং ইউরুপিও সকল নেতা কর্মিদের সাথে তিনি সবাইকে সাথে নিয়ে সম্মেলন সম্পর্কে আলাপ করবেন বলে সবাই কে আশ্বাস দেন। পড়ে নৈশভোজ ও মোনাজাত এর মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: