সাইফুল আমিন।মাদ্রিদ থেকে: মাদ্রিদে স্পেন বিএনপির সদস্য নবায়ন ও ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে গত বুধবার মাদ্রিদের বাংলা সেন্টার হলে বিএনপি স্পেন শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন স্পেন বিএনপির সভাপতি আব্দুল কায়ূম পংকি। ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো: হুমায়ুন কবির রিগ্যান এর পরিচালনায় আয়োজিত সভায় বক্তারা বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সমস্যা সমাধানে সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ ছাড়া গণমানুষের রাজনৈতিক দল বিএনপিকে চিরতরে ধ্বংস করতে বর্তমান আওয়ামী লীগ সরকার উঠে পড়ে লেগেছে।
এই প্রচেষ্টার অংশ হিসেবে দলের চেয়ারপারসনসহ সিনিয়র নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা করে তাদের হয়রানি করা হচ্ছে। সভায় বক্তব্য দেন স্পেন বিএনপির সিনিয়র সহ সভাপতি সুহেল আহমেদ সামসু,সাধারন সম্পাদক মনোয়ার হোসাইন মনু ,সহ সভাপতি আব্দুল গফুর মিলন ,সহ সভাপতি সাইফুল আলম,সহসভাপতি ফজির আলী নাদিম ,স্পেন যুবদল সভাপতি রমিজ উদ্দিন সরকার ,যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মোতালিব বাবুল ,সাবেক সেচ্ছাসেবক দল নেতা সেলিম মিয়া,বি এন পি নেতা ওলিউর রহমান ,সালেহ আহমেদ ,স্পেন যুবদলের সহ সভাপতি মাহবুবুর রহমান ,বিএনপি নেতা আজিজুর রহমান,মাহবুবুর রহমান ,
সাজু ইসলাম সাবেক সেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ হাদী ,ফারহান আহমেদ ,ফয়েজ উদ্দিন ও হাবিব আলী প্রমুখ। বক্তারা আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। বিএনপি গণমানুষের দল। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিএনপির আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। অচিরেই দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের কর্মসূচি ঘোষণা করবে
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: