কবির আল মাহমুদ,মাদ্রিদ,স্পেন :: স্পেনের রাজধানী
মাদ্রিদে বাংলাদেশি শিল্পী কুলাকৌশলীদের ও সাংস্কৃতিককর্মীদের নিয়ে ‘আঠকুঠুরি’ নামে একটি সাংস্কৃতিক সংগঠন এর
আত্মপ্রকাশ ঘটেছে। স্পেন প্রবাসী বাংলাদেশী সাংস্কৃতিকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে
আরও সুদৃঢ়করণ, তাদের ঐতিহ্য, সংস্কৃতি, কল্যাণ ও সংহতির প্রয়োজন পূরণ এবং বাংলাদেশের
সঙ্গে প্রবাসী প্রজন্মের মধ্যে আস্থা, নির্ভরতার এবং বহির্বিশ্বে বাংলাদেশের সাংস্কিতির
সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে ‘আঠকুঠুরি’। গত কাল (৫অক্টবুর) বৃহস্পতিবার স্পেনের রাজধানী মাদ্রিদের
বাংলা সেন্টারে আয়োজিত এক সভায় ‘আঠকুঠুরি’ আহবায়ক কমিটি গঠন করা হয়। সাংস্কিতিক কর্মী আবু তাহের সাজুর
সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাংবাদিক কবির আল মাহমুদ ,বাউল শিল্পী গোলাম কিবরিয়া
,আধুনিক শিল্পী ইমরান খান ,গোলাম শাহরিয়া ,তানিম আহমেদ প্রমুখ। সভায় কবির আল মাহমুদ
কে আহবায়ক এবং বাউল শিল্পী গোলাম কিবরিয়া কে সদস্য সচিব ১১ সদস্য ‘আঠকুঠুরি’র
বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আগামী ১ মাসের মধ্যে একটি পূর্নাঙ্গ কমিটি গঠনের
সিদ্ধান্ত হয়।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments: