জনপ্রিয় অনলাইন : গণভোটের পর এবার স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করতে যাচ্ছেন কাতালোনিয়ার নেতারা। কাতালোনিয়ার নেতারা  জানিয়েছেন সোমবার কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণা দেওয়া হবে।ব্যাপক পুলিশি সহিংসতার মুখে স্পেন সরকার কর্তৃক অবৈধ ঘোষিত গণভোট আয়োজন করে কাতালোনিয়া। আগেই নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, গণভোটে স্বাধীনতাপন্থীরা জয়ী হলে কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণা দেওয়া হবে। এই প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণা দেবেন নেতারা।
গণভোটের পর কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুইজমেন্ট জানিয়েছিলেন তিনি সংকট সমাধানে আন্তর্জাতিক মধ্যস্ততার পক্ষপাতী। কিন্তু স্পেনের কেন্দ্রীয় সরকার তা প্রত্যাখ্যান করে। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় জানান, যে কোনও ধরনের সমঝোতার আগে কাতালোনিয়াকে আইনের পথে ফিরে আসতে হবে।
কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী পপুলার ইউনিটি ক্যান্ডিডেসি (সিইউপি)-এর সংসদ সদস্য মেরিয়া বয়া জানান, সোমবার কাতালোনিয়ার সংসদে স্বাধীনতার ঘোষণা দেওয়া হবে। তিনি বলেন, আমরা জানি বাধা ও গ্রেফতার করা হতে পারে। কিন্তু আমরা প্রস্তুত এবং কিছুতেই থামানো যাবে না।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে পুইজমেন্ট জানান, তিনি কাতালোনিয়ার সংসদে স্বাধীনতার ঘোষণা দেওয়ার প্রস্তাব তুলবেন। তিনি বলেন, এখন সময় মধ্যস্ততার। আমরা অনেক প্রস্তাব পেয়েছি শেষ মুহূর্তে এবং আরও অনেক পাবো।
নির্দিষ্ট তারিখের কথা উল্লেখ না করে পুইজমেন্ট জানান, আগামী কয়েক দিনের মধ্যে কাতালোনিয়ার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি বলেন, গতকালের চেয়ে আজ আমরা নিজেদের ঐতিহাসিক আকাঙক্ষার অনেক কাছে।
তবে স্পেন সরকার জানিয়েছে, পুইজমেন্ট কাতারোনিয়াকে আইনের পথে নিয়ে আসার সুযোগ অপচয় করেছেন।
উল্লেখ্য, ১ অক্টোবর গণভোটে কাতালোনিয়ার ৯০ শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে রায় দিয়েছেন। গণভোটে ভোটারদের উপস্থিতির হার ৪২ শতাংশ। মাদ্রিদকেন্দ্রিক স্প্যানিশ সরকারের আবেদনের প্রেক্ষিতে দেশটির সাংবিধানিক আদালত কাতালোনিয়ার গণভোটকে অবৈধ ঘোষণা করে। ভোটের দিন ব্যাপক পুলিশি সহিংসতায় ৮ শতাধিক মানুষ আহত হন। রয়টার্স
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: