প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) থেকে:  সবুজ ও পরিচ্ছন্ন রাজারহাট গড়ার লক্ষে মাত্র ১ ঘন্টায় ৭লাখ বৃক্ষরোপন করে বিশ্বের মধ্যে অনন্য রেকর্ড গড়েছে রাজারহাট।
শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাই আজকের গাছ রোপনে সবচেয়ে বেশী ভূমিকা রেখেছে। এজন্য তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছে। রাজারহাটের মতো সারা দেশে এ কার্যক্রম চললে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন হবে।
গত ১৩ সেপ্টেম্বর বুধবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলাজুড়ে  একযোগে মাত্র ১ ঘন্টায় ৭ লাখ বৃক্ষরোপন উদ্বোধনের সময় উপজেলার হ্যালিপ্যাড মাঠে রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ এসব কথা বলেন। এসময় উপজেলা নির্বার্হী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, জেলা পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি চাষী আঃ সালাম ও সাধারন সম্পাদক আবুনুর মোঃ আক্তারুজ্জামান।  উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং ৭টি ইউনিয়ন পরিষদের উদ্যোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ৪০হাজার শিক্ষার্থীসহ ১লাখ ২০হাজার মানুষের সম্মিলিত উদ্যোগে উপজেলার ৫০১টি রাস্তার ৭০০কিলোমিটার জুড়ে আনন্দমুখর পরিবেশে এ কার্যক্রম সম্পন্ন হয়। এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ২শটি কমিটি কাজ করে। এসময় বিভিন্ন জাতের ৬৩টি প্রজাতির ফলদ, বনজ ও ঔষুধি গাছের ৭ লাখ চারা রোপন করা হয়।
এব্যাপারে বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ জানান, বৃক্ষরোপন সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি বিশে^র মধ্যে উপজেলা পর্যায়ে এই প্রথম। আশা করছি, সবুজ ও পরিচ্ছন্ন রাজারহাট হিসেবে গির্নিস বুকে  রাজারহাট উপজেলার নাম অন্তর্ভূক্ত হবে। শেষে তিনি সাংবাদিকদের কাছে বৃক্ষরোপন কর্মসূচির তাৎপর্য তুলে ধরে প্রেস ব্রিফিং  দিয়েছেন।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: