প্রহলাদ মন্ডল সৈকত,রাজারহাট(কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের রাজারহাটে মাষ্টার্স
পাস শামসুজ্জামানের সম্পন্নরুপে দৃষ্টিশক্তি হারিয়ে যেতে বসেছে।
সে উপজেলার চাকিরপশার
ইউনিয়নের আঃ জলিলের দ্বিতীয় পুত্র এবং রংপুর কারমাইকেল কলেজ থেকে ইসলামী ইতিহাসে মাষ্টার্স
পাস করে। পড়া লেখার চাপে মেধাবী এই ছাত্রের ২০১১ সালে চোখের অসুখ দেখা দেয়। প্রথমে
সে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ রিপন সরকারের শ^রনাপন্ন হলে তাকে ঢাকায় প্রেরন করে। সেখানে তার
প্রায় ১০লক্ষাধিক টাকা খরচ হলেও কোন লাভ হয়নি। সেখানকার চক্ষু বিশেষজ্ঞ তাকে ভারতের
চেন্নাই প্রেরন করেন। ২০১৩ সালে সে ইউনিট অফ মেেিকল রিসোর্স ফান্ডেশনের চক্ষু বিশেষজ্ঞ
ডাক্তারের শ^রণাপন্ন হলে চিকিৎসা শুরু হয়। এসময় তার ডান চোখের দৃষ্টি হারায়। বাম চোখে
রেটিনায় সানিসহ অন্যান্য সমস্যা রয়েছে। বর্তমানে সে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ রুপক রায়ের
অধিনে চিকিৎসাধীন রয়েছে। ডাক্তার তাকে দ্রুত অপারেশন করার পরামর্শ দিয়েছেন। তার চিকিৎসা
বাবদ সব মিলে ৩লাখ টাকার প্রয়োজন। কিন্তু সহায়
সম্বল বিক্রি করে চিকিৎসা করায় তার কাছে কোন টাকা পয়সা নেই। তার একটি চোখ নষ্ট হয়ে
যাওয়ার পর অপর চোখটিও নষ্ট হওয়ার আশংকা করছে ওই যুবক। সে সম্পূর্ণরুপে দৃষ্টিহীন হয়ে
গেলে ভবিষ্যতে তার জীবন বিফল হয়ে যাবে। তাকে নিয়ে তার পরিবার শঙ্কিত হয়ে পড়েছে। তাই
সে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন। সাহায্য সহযোগীতা
পেলে শামসুজ্জামান সেই অর্থ দিয়ে অপর চোখটি অপারেশন করে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে।
তাকে আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা-ইসলামী ব্যাংক কুড়িগ্রাম শাখার হিসাব নম্বর ১৭৫১৮
অথবা বিকাশ নম্বর ০১৭৬৩২৯৮৯৫১ অথবা ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং ০১৭৬৩২৯৮৯৫১+৬।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments: