আমিনুল ইসলাম,সিলেট : গোয়ালজুর আদর্শ তরুণ সংঘের উদ্যোগে গাছবাড়ী এলাকার
ঐতিহ্যবাহী গোয়ালজুর দারুল হুদা মাদরাসার মিলতায়ন কক্ষে এক আলোচনা সভায় প্রতিবারের
ন্যায় ৪র্থ তম দ্বি-বার্ষিক(২০১৭-১৯) ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ গঠন করা
হয়।
গত ১ সেপ্টেম্বর ২০১৭ ইংরেজী রোজ শুক্রবার সকাল ০৮:০০ ঘটিকার সময় গোয়ালজুর আদর্শ তরুণ
সংঘের সভাপতি মোঃ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং গোয়ালজুর আদর্শ তরুণ সংঘের প্রতিষ্টাতা
সাধারণ সম্পাদক এম.সি.কলেজের শিক্ষার্থী আমিনুল ইসলাম এর পরিচালনায় প্রধান আলোচক ছিলেন
বাংলাদেশ ইসলামিক টিভি ও পিস টিভির সু-মধুর বক্তা গোয়ালজুরের অহংকার শায়খ হারুন হোসাইন।
প্রধান আলোচক বলেন এই পৃথিবীতে যত বিজয় এসেছে সব তরুণদের হাত ধরে এসেছে, গোয়ালজুর আদর্শ
তরুণ সংঘের আদর্শবান তরুণদের হাত ধরে আমাদের এলাকা তথা দেশের ঐতিহ্য নিয়ে আসবে।বিশেষ
অথিতি ছিলেন গাছবাড়ী মর্ডাণ একাডেমীর শিক্ষার কারিগর সাবেক শিক্ষক সংঘের উপদেষ্টা মাষ্টার
আব্দুল মতিন,বিশেষ অথিতি ঢাকা
দারুসুন্নাহ মাদ্রাসার শিক্ষক মাওলানা ঈসমাইল মাদানী এবং আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের
সিনিয়র শিক্ষক সংঘের উপদেষ্টা মাষ্টার এখলাছুর রহমান।
সভায় আরো বক্তব্য রাখেন সৈয়দ এবাদুর
রহমান রেজওয়ানুল করিম,শাবিপ্রবি শিক্ষার্থী এহসানে এলাহী এবং অনুষ্টিত সভায় মূল্যবান
মতামত ব্যক্ত করেন গোয়ালজুর আদর্শ তরুণ সংঘের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ। শিক্ষা-দীক্ষায়
পিছিয়ে পড়া এলাকাকে আলোকিত করে সমৃদ্বির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা পরিকল্পনা
ও মতামত পেশ করেন বক্তারা।প্রাণবন্ত আলোচনা শেষে দ্বি- বার্ষিক (২০১৭-২০১৯)নির্বাচক
মন্ডলীর দায়িত্ব পালন করেন উপদেষ্টা পরিষদের সদস্য মাষ্টার আব্দুল মতিন,মাষ্টার
এখলাছুর রহমান ও বর্তমান সভাপতি সেলিম উদ্দিন,সীমান্তিক কলেজের প্রভাষক সৈয়দ এবাদুর
রহমান। উপস্থিত ৪৫ জন সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ১৯ সদস্য বিশিষ্ট
কার্যকরি পরিষদ গঠন করা হয়।কার্যকরি কমিটির সদস্যবৃন্দ হলেন
১.সভাপতিঃ রেজওয়ানুল করিম
২.সহঃসভাপতিঃ সয়ফুল আলম
৩.সাধারণ সম্পাদকঃ রাহেল আহমদ
৪.সহঃ সাধারণ সম্পাদকঃ কাওছার আহমদ
৫.সাংগঠনিক সম্পাদকঃ কামরুল ইসলাম
৬.অর্থ সম্পাদকঃ তারেক মনোয়ার
৭.শিক্ষা- সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ সালমান আহমদ
৮.ক্রিড়া সম্পাদকঃ আব্দুল্লাহ
৯.প্রচার সম্পাদকঃ শামিম আহমদ
১০.সহঃপ্রচার সম্পাদকঃ মারুফ আহমদ
১১.সমাজ কল্যাণ ও আপ্যায়ন সম্পাদকঃ মিজানুর রহমান
১২.দপ্তর সম্পাদকঃ আব্দুল গাফ্ফার।
কার্যকরি সদস্যঃ
১৩.সৈয়দ এবাদুর রহমান
১৪.আবুল কালাম
১৫.সেলিম উদ্দিন
১৬. আমিনুল ইসলাম
১৭.হাফেজ ইমরান
১৮.শহিদুর রহমান ইমরান
১৯.এহসানে এলাহি
সংঘের সদস্যবৃন্দ,গ্রামের যুবকবৃন্দ ও অত্র এলাকার মুরব্বী সহ জন-সাধারণের উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন হয়। এবং সভাপতির বক্তব্যর মধ্যে দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Post A Comment:
0 comments: