সাইফুল আমিন,মাদ্রিদ : রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ
বিতরণ করলেন স্পেন প্রবাসী ও মাদ্রিদস্থ ভূঁইয়া মানি ট্রান্সফার এর সত্ত্বাধিকারী নাহিদ
আনোয়ারুল।
অসহায় রোহিঙ্গাদের প্রায় ৪ শতাধিক পরিবারের মাঝে তিনি শনিবার সকালে ত্রাণ
সামগ্রী বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ পুলিশ এর স্পেশাল ব্রাঞ্চ সদস্য
আল এমরান সুহাগ ,আব্দুল হান্নান প্রমুখ এবং রোহিঙ্গা সেচ্ছাসেবকবৃন্দ তাকে ত্রাণ বিতরণে
সহায়তা করেন।
ত্রান সামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার ,নগদ টাকা ,খাবার সালাইন। এসময়
তিনি সমাজের সকল বিত্তবান ও প্রবাসীদের রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে এগিয়ে আসার
আহ্বান জানান।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments: