সাইফুল আমিন মাদ্রিদ : বন্যার্তদের সহায়তা এবং মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে এগিয়ে এসেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন।
মানুষ মানুষের জন্যে,জীবন জীবন জন্যে,এ মানবিক স্লোগানকে সামনে রেখে আর্ত মানবাতার সেবায় এগিয়ে আসার দৃঢ় প্রত্যয় নিয়ে,গত ১৪ সেপ্টেম্বর স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়,সভায় বন্যার্ত ও রোহিঙ্গাদের সাহায্যে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে ও আবুতাহের এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন
,বিশিষ্ট ব্যাবসায়ী ও বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার,এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, নূর হোসাইন পাটুয়ারী ,সাংবাদিক জহিরুল ইসলাম,সাংবাদিক মিনহাজুল আলম মামুন,মোহাম্মদ সেলিম,জাকির হোসাইন ,সৈয়দ নাসিম ,আব্দুল গফুর মিলন,নুর হুসেন পাটুয়ারী ,সুহেল আহমেদ সামসু,সায়েদ মিয়া,আইনজীবী তারেক হোসাইন ,এনজিও কর্মী ফজলে এলাহী,লুৎফুর রহমান সাংবাদিক সেলিম আলম,কবির আল মাহমুদ ,সাইফুল আমিন সহ আরও অনেকে । 
 আলোচনা সভায় সিদ্ধান্ত হয়, আগামী এক সপ্তাহের ভিতরে অর্থ সংগ্রহ করে বাংলাদেশ এসোসিয়েশন এর পক্ষ থেকে একটি টিম বাংলাদেশ যাবে এবং বন্যার্ত ও নির্যাতিত রোহিঙ্গাদের মাঝে সংগ্রহিত অর্থ বিলিয়ে দেবে, সর্বশেষে নির্যাতিত রোহিঙ্গা ও বন্যার্ত দের জন্যে বিশেষ মোনাজাত এর মাধ্যমে সভার সমাপ্তি করা হয়। 
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: