রুমান হাফিজ : গত ২৫শে মে
কানাইঘাট উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয়ে কানাইঘাট
স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে দিনভর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
সকাল ১০.০০ টায় বিদ্যালয়ে স্থাপিত ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের উদ্বোধন করেন
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়া। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের উপদেষ্টা আলী আহমদ মাসুদ, সভাপতি আসিফ আযহার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ছাব্বির আহমদ, সমাজসেবক হারুনুর রশীদ, সমাজসেবক আলী আবদীন, কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি উবায়েদ আহমদ, সহ-সভাপতি জাবেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়ার সভাপতি মাহফুজুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল লোকমান এবং ফাহিম আহমদ দিনভর পরিচালিত ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে কয়েকশ’ শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সুষ্ঠুভাবে ক্যাম্প পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহায়তা করেন বিদ্যালয়ের শিক্ষক মোহন চন্দ চন্দ। ক্যাম্প পরিচালনায় বিশেষ সহায়তা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া। ক্যাম্পে মেডিকেল কো-অর্ডিনেটরের দায়িত্বে ছিলেন উপ-সহকারী মেডিকেল অফিসার এস এম তানভীর আহমদ। ক্যাম্পে দিনভর স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট জুনায়িদ আলম, সুজিত মজুমদার, আবু তালহা, বিলকিছ আক্তার, আফরোজা তাছমিন এবং তাসলিমা বেগম রুবি।
Post A Comment:
0 comments: