লায়েবুর খাঁন :  সুনামগঞ্জের দিরাই উপজেলার দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বন্যা কবলিত অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সিলেট মদন মোহন কলেজের ১৯৯৯ সালের ইংল্যান্ড,ও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত শিক্ষাতীদের নিয়ে গঠিত  এম.এম.সি-৯৯ চ্যারেটি অর্গানাইজেশন।
হতদরিদ্র-দের মাঝে ত্রাণ সামগ্রী  বিতরণের সময় এম.এম.সি-৯৯ চ্যারেটি অর্গানাইজেশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন,মোঃ হুমায়ুন আহমদ, দেশে অবস্থানরত অর্গানাইজেশনের সদস্য, সিদ্দীক আহমদ খালেদ, শাহনেওয়াজ খান শাকিল, সোহেল আহমদ রিপন, তানবির রহমান চৌধুরী, গালিব মাহমুদ সহ আরো অনেকেই
উলেখ্য গত ২২ শে ফেব্রুয়ারী ইংল্যান্ডে অবস্থানরত মদন-মোহন কলেজের ১৯৯৯ সালের শিক্ষার্থীদের সৌজন্যে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।
 আলোচনা সভায় ইংল্যান্ড, ও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ১৯৯৯ সালের শিক্ষার্থীদের নিয়ে এম.এম.সি-৯৯ চ্যারেটি অর্গানাইজেশন নামে একটি চ্যারেটি সংস্থা গঠন করা হয়। নিম্নে সংস্থাটির কমিটির সদস্যরা হলেন:  শাহজাহান, তৈয়বুর রহমান (হুমায়ুন), বদরুল, নেওয়াজ, রাসেল, সাইমন, মাহবুব, বদরুল (২), মামুন,হুমায়ুন, হাফিজ বেগ, মান্না , মুরাদ, সাদী, শাহিন , আতিক, আখলাক, শোয়েব, কাওছার, শাহরিয়ার, আলমগীর, খালেদ, শাকিল, মুমিন, রাসেদ, রিপন, নুরুল, রুবেল, গালীব, মিলটন, হাবীব, রাজিব
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: